ক্রিকেটারদের আইপিএলে চায় পাকিস্তান
২০০৮ সালে ভারতীয় প্রিমিয়ার লিগ আইপিএলের উদ্বোধনী আসরে খেলেছিলেন এক ডজনেরও বেশি ক্রিকেটার। পরের দুই বছর কেউ খেলার সুযোগ পাননি। গত বছর প্রায় ১০ জনের একটি তালিকা পাঠিয়েছিল পাকিস্তান। কিন্তু পাকিস্তানি ক্রিকেটারদের নিলামেই তোলেনি আইপিএলের ফ্র্যাঞ্চাইজগুলো! তবে ২০১১ সালের আইপিএল আসরে নিজেদের ক্রিকেটারদের দেখতে চায় পাকিস্তান।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান অপারেটিং অফিসার সুবহান আহমেদ আজ করাচিতে সাংবাদিকদের জানিয়েছেন, বিষয়টি নিয়ে ভারতীয় বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছে পিসিবি। তিনি বলেন, ‘আমরা ভারতীয় বোর্ডকে লিখিতভাবে জানিয়ে দিয়েছি, আইপিএলে খেলার জন্য ক্রিকেটারদের অনুমতি দিতে আমরা আগ্রহী। পাকিস্তানিদের আমরা আইপিএলে দেখতে চাই। কিন্তু এর জন্য অবশ্যই ভারতীয় বোর্ডের সহযোগিতা আমাদের প্রয়োজন।’
সুবহান আহমেদ জানান, আইপিএলের নতুন নীতিমালা অনুযায়ী দুই দেশের বোর্ডের ক্লিয়ারেন্স না পেলে পাকিস্তানের ক্রিকেটাররা সেখানে খেলতে পারবেন না। উল্লেখ্য, ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে ক্রিকেট বর্জন করে আসছে ভারত।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান অপারেটিং অফিসার সুবহান আহমেদ আজ করাচিতে সাংবাদিকদের জানিয়েছেন, বিষয়টি নিয়ে ভারতীয় বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছে পিসিবি। তিনি বলেন, ‘আমরা ভারতীয় বোর্ডকে লিখিতভাবে জানিয়ে দিয়েছি, আইপিএলে খেলার জন্য ক্রিকেটারদের অনুমতি দিতে আমরা আগ্রহী। পাকিস্তানিদের আমরা আইপিএলে দেখতে চাই। কিন্তু এর জন্য অবশ্যই ভারতীয় বোর্ডের সহযোগিতা আমাদের প্রয়োজন।’
সুবহান আহমেদ জানান, আইপিএলের নতুন নীতিমালা অনুযায়ী দুই দেশের বোর্ডের ক্লিয়ারেন্স না পেলে পাকিস্তানের ক্রিকেটাররা সেখানে খেলতে পারবেন না। উল্লেখ্য, ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে ক্রিকেট বর্জন করে আসছে ভারত।
No comments