কলম্বো থেকে নিরাপত্তা চৌকি সরিয়ে নেওয়া হচ্ছে
শ্রীলঙ্কার সরকার তামিলদের বিরুদ্ধে গত বছরের যুদ্ধের সময় রাজধানী কলম্বোয় স্থাপন করা নিরাপত্তা চৌকিগুলো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি সেনাবাহিনীর একজন মুখপাত্র এ তথ্য জানান।
ওই মুখপাত্র জানান, ‘গত বছর এলটিটিই গেরিলাদের সঙ্গে সরকারি বাহিনীর যুদ্ধ অবসানের পর থেকে কলম্বোয় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। তাই সরকার পর্যায়ক্রমে কলম্বোর সব নিরাপত্তা চৌকি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ওই মুখপাত্র জানান, ‘গত বছর এলটিটিই গেরিলাদের সঙ্গে সরকারি বাহিনীর যুদ্ধ অবসানের পর থেকে কলম্বোয় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। তাই সরকার পর্যায়ক্রমে কলম্বোর সব নিরাপত্তা চৌকি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
No comments