বড় জয় দিয়ে শুরু শ্রীলঙ্কার
বড় জয় দিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু করেছে শ্রীলঙ্কা। পার্থে আজ রাতে অনুষ্ঠিত সফরের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিকদের সাত উইকেটে হারিয়েছে কুমার সাঙ্গাকারার দল। প্রথমে ব্যাট করে আট উইকেট হারিয়ে ১৩৩ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে ১৬ দশমিক ৩ ওভারে মাত্র তিনটি উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা।
ম্যাচের শুরুটা হতাশা দিয়ে শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার, শেষটাও হয়েছে হতাশা দিয়েই। দলীয় ১২ রানে প্রথম উইকেটের পতন। মাত্র ৪৩ রানে পাঁচটি উইকেট পড়ে গিয়েছিল। এই ভঙ্গুর অবস্থার মধ্যেও প্রতিরোধের দেয়াল গড়ে তোলেন ব্রাড হ্যাডিন ও স্টিফেন স্মিথ। রণদিভের শিকারে পরিণত হওয়ার আগে হ্যাডিন ৩৫ ও স্মিথ ৩৪ রান করেন। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট লাভ করেন রণদিভ।
টি-টোয়েন্টি ম্যাচে লক্ষ্য মাত্র ১৩৪। হেসে খেলেই জয়টা তুলে নিয়েছেন সফরকারীরা। উদ্বোধনী জুটিতে জয়াবর্ধনে ও দিলশান তোলেন ৩৫ রান। ব্যক্তিগত ২৪ রানে সিডলের শিকারে পরিণত হন জয়াবর্ধনে। সাজঘরে ফেরার আগে দিলশান সংগ্রহে যোগ করেন ৪১ রান। অস্ট্রেলিয়ার হার নিশ্চিত করা সাঙ্গাকারা অপরাজিত থাকেন ৪৪ রানে।
ম্যাচের শুরুটা হতাশা দিয়ে শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার, শেষটাও হয়েছে হতাশা দিয়েই। দলীয় ১২ রানে প্রথম উইকেটের পতন। মাত্র ৪৩ রানে পাঁচটি উইকেট পড়ে গিয়েছিল। এই ভঙ্গুর অবস্থার মধ্যেও প্রতিরোধের দেয়াল গড়ে তোলেন ব্রাড হ্যাডিন ও স্টিফেন স্মিথ। রণদিভের শিকারে পরিণত হওয়ার আগে হ্যাডিন ৩৫ ও স্মিথ ৩৪ রান করেন। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট লাভ করেন রণদিভ।
টি-টোয়েন্টি ম্যাচে লক্ষ্য মাত্র ১৩৪। হেসে খেলেই জয়টা তুলে নিয়েছেন সফরকারীরা। উদ্বোধনী জুটিতে জয়াবর্ধনে ও দিলশান তোলেন ৩৫ রান। ব্যক্তিগত ২৪ রানে সিডলের শিকারে পরিণত হন জয়াবর্ধনে। সাজঘরে ফেরার আগে দিলশান সংগ্রহে যোগ করেন ৪১ রান। অস্ট্রেলিয়ার হার নিশ্চিত করা সাঙ্গাকারা অপরাজিত থাকেন ৪৪ রানে।
No comments