টেন্ডুলকারের ব্যাটের দাম ৪২ লাখ
গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চে অপরাজিত ১৬৩ রান করেছিলেন। যেটি ওয়ানডেতে শচীন টেন্ডুলকারের চতুর্থ সর্বোচ্চ ইনিংস। যে ব্যাট দিয়ে দুর্দান্ত ইনিংসটি খেলেছিলেন, কাল নিলামে সেটার দাম উঠল ৪২ লাখ রুপি। গত বেইজিং অলিম্পিকে যে রাইফেল দিয়ে ভারতকে তাদের অলিম্পিক ইতিহাসের একমাত্র ব্যক্তিগত সোনা এনে দিয়েছিলেন অভিনব বিন্দ্রা, সেটির দামকেও ছাড়িয়ে গেছে টেন্ডুলকারের ব্যাট। বিন্দ্রার রাইফেল আর রাহুল দ্রাবিড়ের একটি ব্যাটের দাম উঠেছে ২০ লাখ রুপি করে। টেন্ডুলকারের ব্যাটটি ছাপিয়ে গেছে ১৯৮৩ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের স্বাক্ষরিত একটি ব্যাটকেও। সুনীল গাভাস্কারের দান করা ব্যাটটির দাম উঠেছে সাড়ে ১৭ লাখ। নিলামের আয়োজক বলিউড তারকা রাহুল বোসের বেসরকারি সাহায্য সংস্থা দ্য ফাউন্ডেশন। মুম্বাইয়ের এই নিলামে উঠেছিল জিম লেকারের রেকর্ড ছোঁয়ার দিন অনিল কুম্বরের পরনে থাকা জার্সিও।
No comments