অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন গিলার্ড
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে গতকাল মঙ্গলবার শপথ নিয়েছেন জুলিয়া গিলার্ড। তিনি দেশটির নির্বাচিত প্রথম নারী প্রধানমন্ত্রী।
গত মাসের সাধারণ নির্বাচনে সরকার গঠনের মতো আসন পেতে ব্যর্থ হয় প্রধানমন্ত্রী গিলার্ডের লেবার পার্টি ও বিরোধী নেতা টনি অ্যাবটের নেতৃত্বাধীন জোট। এতে তৈরি হয় ঝুলন্ত পার্লামেন্টের। স্বতন্ত্র ও গ্রিন পার্টির আইনপ্রণেতাদের সমর্থনে সরকার গঠন করেন জুলিয়া গিলার্ড।
এদিকে সাবেক প্রধানমন্ত্রী কেভিন রাড পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন স্মিথকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
গত মাসের সাধারণ নির্বাচনে সরকার গঠনের মতো আসন পেতে ব্যর্থ হয় প্রধানমন্ত্রী গিলার্ডের লেবার পার্টি ও বিরোধী নেতা টনি অ্যাবটের নেতৃত্বাধীন জোট। এতে তৈরি হয় ঝুলন্ত পার্লামেন্টের। স্বতন্ত্র ও গ্রিন পার্টির আইনপ্রণেতাদের সমর্থনে সরকার গঠন করেন জুলিয়া গিলার্ড।
এদিকে সাবেক প্রধানমন্ত্রী কেভিন রাড পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন স্মিথকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
No comments