যুক্তরাষ্ট্রের স্বাধীনতা পদক পেলেন ব্লেয়ার
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতা পদক (লিবার্টি মেডেল) লাভ করেছেন। উত্তর আয়ারল্যান্ডে শান্তি-প্রক্রিয়ায় তাঁর অবদানের স্বীকৃতি হিসেবে ব্লেয়ারকে এ পদকে ভূষিত করা হলো।
গত সোমবার সন্ধ্যায় ফিলাডেলফিয়ায় ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে দেশটির সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন আনুষ্ঠানিকভাবে তাঁকে এ পদক তুলে দেন। এর আগে ২০০৩ সালে যুক্তরাষ্ট্র সরকারের কংগ্রেশনাল স্বর্ণপদক লাভ করেন ব্লেয়ার।
এর আগে চলচ্চিত্রপরিচালক স্টিভেন স্পিলবার্গ (২০০৯), সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ (২০০৮), সংগীতশিল্পী বোনো (২০০৭), সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ, বিল ক্লিনটন (২০০৬) প্রমুখ যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মানজনক বেসরকারি এ পদক লাভ করেন।
গত সোমবার সন্ধ্যায় ফিলাডেলফিয়ায় ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে দেশটির সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন আনুষ্ঠানিকভাবে তাঁকে এ পদক তুলে দেন। এর আগে ২০০৩ সালে যুক্তরাষ্ট্র সরকারের কংগ্রেশনাল স্বর্ণপদক লাভ করেন ব্লেয়ার।
এর আগে চলচ্চিত্রপরিচালক স্টিভেন স্পিলবার্গ (২০০৯), সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ (২০০৮), সংগীতশিল্পী বোনো (২০০৭), সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ, বিল ক্লিনটন (২০০৬) প্রমুখ যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মানজনক বেসরকারি এ পদক লাভ করেন।
No comments