অবশেষে নতুন বোলিং কোচ
ক্লুজনার-ক্যাডিক-প্রসাদ...কত নামই না শোনা গেল, শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের নতুন বোলিং কোচ হচ্ছেন ইয়ান পন্ট। আপাতত তাঁর চুক্তি ২০১১ বিশ্বকাপ পর্যন্ত। নামটা এর আগে কোনো দিন না-ও শুনে থাকতে পারেন। ৪৯ বছর বয়সী ভদ্রলোক ইংলিশ কাউন্টি দল নর্দাম্পটনশায়ারের ফাস্ট বোলিং পরামর্শক হিসেবে কাজ করছিলেন। কালই তাঁর ঢাকায় এসে পৌঁছার কথা।
আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি, তবে ১৯৯০ সালে অবসর নেওয়ার আগে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন এসেক্স, নাটাল ও নটিংহামশায়ারের হয়ে। কোচ হিসেবে কাজ করেছেন এসেক্স, উস্টারশায়ার, ওয়ারউইকশায়ার ও কেন্ট কাউন্টি দলে। ২০০৭ বিশ্বকাপ পর্যন্ত দুই বছর হল্যান্ড জাতীয় দলের বোলিং কোচও ছিলেন। ফাস্ট বোলিং নিয়ে দ্য ফাস্ট বোলারস বাইবেল নামে একটা কোচিং ম্যানুয়াল আছে তাঁর। তাঁর নিজস্ব উদ্ভাবিত কোচিং পদ্ধতি সংক্ষেপে ABSAT (অ্যাডভান্সড বায়োমেকানিকস স্পিড অ্যান্ড অ্যাকুরেসি টেকনিক) নামে পরিচিত। বাংলাদেশের ফিল্ডিং কোচ জুলিয়েন ফাউন্টেনের মতো ইয়ান পন্টও ক্রিকেটের সঙ্গে বেসবল খেলতেন।
আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি, তবে ১৯৯০ সালে অবসর নেওয়ার আগে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন এসেক্স, নাটাল ও নটিংহামশায়ারের হয়ে। কোচ হিসেবে কাজ করেছেন এসেক্স, উস্টারশায়ার, ওয়ারউইকশায়ার ও কেন্ট কাউন্টি দলে। ২০০৭ বিশ্বকাপ পর্যন্ত দুই বছর হল্যান্ড জাতীয় দলের বোলিং কোচও ছিলেন। ফাস্ট বোলিং নিয়ে দ্য ফাস্ট বোলারস বাইবেল নামে একটা কোচিং ম্যানুয়াল আছে তাঁর। তাঁর নিজস্ব উদ্ভাবিত কোচিং পদ্ধতি সংক্ষেপে ABSAT (অ্যাডভান্সড বায়োমেকানিকস স্পিড অ্যান্ড অ্যাকুরেসি টেকনিক) নামে পরিচিত। বাংলাদেশের ফিল্ডিং কোচ জুলিয়েন ফাউন্টেনের মতো ইয়ান পন্টও ক্রিকেটের সঙ্গে বেসবল খেলতেন।
No comments