আব্বাসের সঙ্গে দুই সপ্তাহ পরপর বসতে চান নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী সপ্তাহে অনুষ্ঠেয় মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় নেতৃত্ব দেওয়ার পরিকল্পনা করেছেন। এ ছাড়া দুই সপ্তাহ পর পর তিনি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকে বসবেন বলেও ঠিক করেছেন। গতকাল শুক্রবার ইসরায়েলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সত্যতা স্বীকার করে ওই কর্মকর্তা বলেছেন, মাহমুদ আব্বাসের সঙ্গে মুখোমুখি আলোচনার বিষয়টিকে নেতানিয়াহু খুবই গুরুত্বের সঙ্গে দেখছেন।
জেরুজালেম পোস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার শীর্ষস্থানীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠককালে নেতানিয়াহু বলেন, তিনি দুই সপ্তাহ পর পর মাহমুদ আব্বাসের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসতে চান।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সত্যতা স্বীকার করে ওই কর্মকর্তা বলেছেন, মাহমুদ আব্বাসের সঙ্গে মুখোমুখি আলোচনার বিষয়টিকে নেতানিয়াহু খুবই গুরুত্বের সঙ্গে দেখছেন।
জেরুজালেম পোস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার শীর্ষস্থানীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠককালে নেতানিয়াহু বলেন, তিনি দুই সপ্তাহ পর পর মাহমুদ আব্বাসের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসতে চান।
No comments