নিউইয়র্কে বাংলাদেশি যুবককে ছুরিকাঘাত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক মদ্যপ যুবকের হাতে বাংলাদেশি ক্যাবচালক আহমেদ শরীফ ছুরিকাহত হয়েছেন। গত বুধবার ছুরিকাহত হওয়া আহমেদ শরীফ (৪৪) সপরিবারে বৃহস্পতিবার নিউইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গের সঙ্গে সিটি হলে গিয়ে সাক্ষাৎ করেছেন। হামলাকারী যুবককে পুলিশ আটক করেছে। তাঁর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে।
আহমেদ শরীফ জানিয়েছেন, মাইকেল এনরাইট (২১) নামের ওই যুবক তাঁর ট্যাক্সিতে ওঠার কিছুক্ষণ পর হঠাৎ করেই ছুরি নিয়ে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়েন এবং তাঁকে বেপরোয়াভাবে কোপাতে থাকেন। শরীফের চিত্কার শুনে পুলিশ তাঁকে উদ্ধার ও এনরাইটকে আটক করে। পুলিশ বলেছে, এনরাইট মদ্যপ অবস্থায় ছিলেন। তাঁকে বর্তমানে মানসিক চিকিত্সা দেওয়া হচ্ছে। মাইকেলমুসলিমবিদ্বেষীহতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।
আহমেদ শরীফ জানিয়েছেন, মাইকেল এনরাইট (২১) নামের ওই যুবক তাঁর ট্যাক্সিতে ওঠার কিছুক্ষণ পর হঠাৎ করেই ছুরি নিয়ে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়েন এবং তাঁকে বেপরোয়াভাবে কোপাতে থাকেন। শরীফের চিত্কার শুনে পুলিশ তাঁকে উদ্ধার ও এনরাইটকে আটক করে। পুলিশ বলেছে, এনরাইট মদ্যপ অবস্থায় ছিলেন। তাঁকে বর্তমানে মানসিক চিকিত্সা দেওয়া হচ্ছে। মাইকেলমুসলিমবিদ্বেষীহতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।
No comments