স্পেন ও নিউজিল্যান্ডের জয়
স্পেনকে ভাবা হচ্ছে বিশ্বকাপের অন্যতম দাবিদার। সেই দাবির পক্ষে গতকাল অস্ট্রিয়ার ইন্সবার্কে প্রস্তুতি ম্যাচে ইকার ক্যাসিয়াসের স্পেন ৩-২ গোলে হারিয়েছে বিশ্বকাপের বাইরের দল সৌদি আরবকে। ওই অস্ট্রিয়াতেই গা-গরমের আরেক ম্যাচে দুই বিশ্বকাপ যাত্রীর লড়াইয়ে নিউজিল্যান্ড ১-০ গোলে হারিয়েছে সার্বিয়াকে। এদিকে স্যামুয়েল ইতোর বিশ্বকাপের বর্জনের হুমকিতে অস্থির ক্যামেরুন ১-১ গোলে ড্র করেছে স্লোভাকিয়ার সঙ্গে।
No comments