সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা
আর্নেস্ট হিলাইরে আর মুখ বন্ধ রাখতে পারেননি। দলের পরাজয় দেখতে দেখতে ক্লান্ত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী বললেন এমন বিব্রতকর পরাজয় ভবিষ্যতে আরও অনেক দেখতে হবে। হিলাইরের এমন হতাশা পরশুর পরাজয় দেখার পর। ডমিনিকায় দক্ষিণ আফ্রিকাকে ২২৪ রানেই গুটিয়ে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ বোলাররা। কিন্তু ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে এ ম্যাচটিও হারতে হয়েছে ৬৭ রানে। প্রথম তিনটি ম্যাচই জিতে গ্রায়েম স্মিথের দল জিতে নিয়েছে পাঁচ ম্যাচের সিরিজ। স্বাগতিকদের ধসিয়ে দিয়েছে মরনে মরকেলের ৪ ও চার্ল ল্যাঙ্গেভেল্টের ৩ উইকেট, তবে ম্যাচের একমাত্র ফিফটি করে ম্যাচসেরা এবি ডি ভিলিয়ার্স।
No comments