ডানোন নেশনস কাপের জন্য প্রস্তুতি
অনূর্ধ্ব-১০-১২ বছরের ছেলেদের জন্য ফুটবল উৎসব ডানোন নেশনস কাপ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর আগে দুবার এ প্রতিযোগিতায় দল পাঠিয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠেয় এবারের আসরেও অংশ নেবে বাংলাদেশ। ৩৯টি জেলা দল নিয়ে দেশের ৮টি আঞ্চলিক ভেন্যুতে আজ ও আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ দল নির্বাচনের জন্য আয়োজিত বাছাইপর্ব। কাল সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, ৩ জুন ঢাকায় শুরু চূড়ান্ত পর্বে খেলবে বাছাইয়ের সেরা ৮ দল। বরাবরের মতো পৃষ্ঠপোষণা করছে গ্রামীণ-ডানোন।
No comments