আমরণ লড়ে যাওয়ার ঘোষণা থাই বিক্ষোভকারীদের
াইল্যান্ডের লাল শার্ট পরা বিক্ষোভকারীরা বলেছেন, সরকারের উচ্ছেদ অভিযানের ভয়ে তাঁরা বিক্ষোভ বন্ধ করবেন না, বিক্ষোভস্থল থেকে সরেও যাবেন না। আমরণ লড়ে যাবেন। মঙ্গলবার প্রধানমন্ত্রী আপিসিত ভেজ্জাজিওয়া বিক্ষোভকারীদের বুধবারের মধ্যে বিক্ষোভস্থল ত্যাগের সময়সীমা বেঁধে দেওয়ার পর লাল শার্ট পরাদের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। সরকারের পক্ষ থেকে বলা হয়, বিক্ষোভকারীদের সরিয়ে দিতে বুধবার (গতকাল) মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য অবস্থানস্থলে খাবার, পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। একই সঙ্গে তাঁদের ছত্রভঙ্গ করতে প্রয়োজনে সেনাবাহিনী নামানো হবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।
লাল শার্ট পরাদের অন্যতম নেতা জতুপর্ন প্রমপ্যান গতকাল সরকারের উদ্দেশ্যে বলেছেন, ‘আপনারা যদি আমাদের ওপর দমন-পীড়ন চালাতে চান, তাহলে যেকোনো সময় আসতে পারেন। আমরা মৃত্যু পর্যন্ত লড়তে রাজি আছি।’
লাল শার্ট পরাদের অন্যতম নেতা জতুপর্ন প্রমপ্যান গতকাল সরকারের উদ্দেশ্যে বলেছেন, ‘আপনারা যদি আমাদের ওপর দমন-পীড়ন চালাতে চান, তাহলে যেকোনো সময় আসতে পারেন। আমরা মৃত্যু পর্যন্ত লড়তে রাজি আছি।’
No comments