ফিরে আসছেন তামিম
হাতের ইনজুরি নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে গেছেন তামিম ইকবাল। পাকিস্তানের বিপক্ষে একটি ম্যাচও খেলেছেন সেখানে। কিন্তু কবজির ইনজুরি এখনো পুরোপুরি না সারায় শঙ্কা জেগেছে টেস্ট সিরিজ না খেলেই তাঁর ইংল্যান্ড থেকে দেশে ফিরে আসার।
ক্রিকইনফোকে এই শঙ্কার কথা জানিয়েছেন খোদ বাংলাদেশ কোচ জেমি সিডন্স। কাল লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর কথা তামিমের। সিডন্সের আশঙ্কা, তামিমের হাতের অবস্থার তেমন উন্নতি হয়নি এখনো। চিকিৎসকও যদি তাই বলেন তাহলে টেস্ট সিরিজ না খেলেই দেশে ফিরে আসবেন এই বাঁহাতি ওপেনার। ঢাকায় কাল প্রধান নির্বাচক রফিকুল আলমও দিয়েছেন একই তথ্য, ‘আজ (গতকাল) তামিমের ডাক্তার দেখানোর কথা। পরিস্থিতির উন্নতি না হলে হয়তো ও ফিরে আসবে।’ প্রধান নির্বাচক জানিয়েছেন, তামিমকে ফিরে আসতে হলে বিকল্প হিসেবে কাউকে না-কাউকে পাঠাবেন তাঁরা ইংল্যান্ডে। তবে সেই খেলোয়াড়টি কে হবেন, তা এখনো ঠিক হয়নি।
তামিমের বাঁ হাতের কবজিতে চোট আগে থেকেই ছিল। গত এনসিএল টি-টোয়েন্টি লিগে ফিল্ডিং করতে গিয়ে সেই চোটেই আবার আঘাত পেয়েছিলেন তিনি।
ক্রিকইনফোকে এই শঙ্কার কথা জানিয়েছেন খোদ বাংলাদেশ কোচ জেমি সিডন্স। কাল লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর কথা তামিমের। সিডন্সের আশঙ্কা, তামিমের হাতের অবস্থার তেমন উন্নতি হয়নি এখনো। চিকিৎসকও যদি তাই বলেন তাহলে টেস্ট সিরিজ না খেলেই দেশে ফিরে আসবেন এই বাঁহাতি ওপেনার। ঢাকায় কাল প্রধান নির্বাচক রফিকুল আলমও দিয়েছেন একই তথ্য, ‘আজ (গতকাল) তামিমের ডাক্তার দেখানোর কথা। পরিস্থিতির উন্নতি না হলে হয়তো ও ফিরে আসবে।’ প্রধান নির্বাচক জানিয়েছেন, তামিমকে ফিরে আসতে হলে বিকল্প হিসেবে কাউকে না-কাউকে পাঠাবেন তাঁরা ইংল্যান্ডে। তবে সেই খেলোয়াড়টি কে হবেন, তা এখনো ঠিক হয়নি।
তামিমের বাঁ হাতের কবজিতে চোট আগে থেকেই ছিল। গত এনসিএল টি-টোয়েন্টি লিগে ফিল্ডিং করতে গিয়ে সেই চোটেই আবার আঘাত পেয়েছিলেন তিনি।
No comments