গৃহবন্দিত্বের বিরুদ্ধে সু চি ফের আপিল করলেন
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি তাঁকে গৃহবন্দী রাখার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে নতুন করে আপিল করেছেন। গতকাল বুধবার সু চির আইনজীবী এ কথা জানিয়ে বলেন, মুক্তিলাভের শেষ চেষ্টা হিসেবে তিনি এ পদক্ষেপ নিয়েছেন।
আইনজীবী নিয়ান উইন জানান, সু চিকে সামরিক জান্তার গৃহবন্দী রাখার ব্যবস্থার বিরুদ্ধে গত সোমবার আদালতে নতুন করে আপিল করা হয়েছে। এই বিশেষ আপিলের ব্যাপারে শুনানি হবে কি না—এ ব্যাপারে আদালত সিদ্ধান্ত নিতে দুই সপ্তাহ সময় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আইনজীবী নিয়ান উইন জানান, সু চিকে সামরিক জান্তার গৃহবন্দী রাখার ব্যবস্থার বিরুদ্ধে গত সোমবার আদালতে নতুন করে আপিল করা হয়েছে। এই বিশেষ আপিলের ব্যাপারে শুনানি হবে কি না—এ ব্যাপারে আদালত সিদ্ধান্ত নিতে দুই সপ্তাহ সময় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
No comments