মহাত্মা গান্ধীকে নিয়ে নতুন বই
ভারতের মহান নেতা মহাত্মা গান্ধীর জীবনী নিয়ে ব্রিটিশ ইতিহাসবিদ জ্যাড অ্যাডামসের লেখা একটি বই প্রকাশিত হয়েছে। গান্ধী: ন্যাকেড অ্যামবিশন শীর্ষক এই বইয়ে গান্ধীর জীবনের কিছু অন্তরঙ্গ বিষয় স্থান পেয়েছে। বইটি শিগগিরই ভারতে পাওয়া যাবে।
গান্ধীর এই একান্ত বিষয় সম্পর্কে আলোকপাত করতে গিয়ে ইতিহাসবিদ অ্যাডামস উল্লেখ করেন, কৌমার্য রক্ষার ক্ষেত্রে যে গান্ধী কট্টর ছিলেন, তাঁর সেই প্রতিজ্ঞা তাঁকে নগ্ন নারীর সঙ্গে ঘুমানোর স্পৃহা থেকে ফেরাতে পারেনি। যৌন বিষয়ে তাঁর কিছু বিচিত্র অভিজ্ঞতাও ছিল।
অ্যাডামস বলেন, যৌনতার প্রতি গান্ধীর ব্যতিক্রমী নেতিবাচক মনোভাবের কথা সবারই জানা। তবে তিনি বিবাহিত ও চার সন্তানের জনক ছিলেন। গান্ধী তাঁর আশ্রমে আসা দম্পতিদের যৌন বিষয়ে নিরুৎসাহ করতেন এবং ভোগস্পৃহা অনুভব করলে ঠান্ডা পানিতে গোসল করার পরামর্শ দিতেন।
গান্ধীর এই একান্ত বিষয় সম্পর্কে আলোকপাত করতে গিয়ে ইতিহাসবিদ অ্যাডামস উল্লেখ করেন, কৌমার্য রক্ষার ক্ষেত্রে যে গান্ধী কট্টর ছিলেন, তাঁর সেই প্রতিজ্ঞা তাঁকে নগ্ন নারীর সঙ্গে ঘুমানোর স্পৃহা থেকে ফেরাতে পারেনি। যৌন বিষয়ে তাঁর কিছু বিচিত্র অভিজ্ঞতাও ছিল।
অ্যাডামস বলেন, যৌনতার প্রতি গান্ধীর ব্যতিক্রমী নেতিবাচক মনোভাবের কথা সবারই জানা। তবে তিনি বিবাহিত ও চার সন্তানের জনক ছিলেন। গান্ধী তাঁর আশ্রমে আসা দম্পতিদের যৌন বিষয়ে নিরুৎসাহ করতেন এবং ভোগস্পৃহা অনুভব করলে ঠান্ডা পানিতে গোসল করার পরামর্শ দিতেন।
No comments