বিশ্বকাপে তামিমকে পাচ্ছে বাংলাদেশ
বাঁ হাতের ইনজুরি পুরোপুরি সারেনি। তবে অবস্থা যা, তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ওয়েস্ট ইন্ডিজের বিমানে উঠতে কোনো বাধা নেই। চিকিৎসকেরা কাল সেই ছাড়পত্র দিয়ে দিয়েছেন তামিম ইকবালকে।
এনসিএল টি-টোয়েন্টি লিগে নিজেদের শেষ ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে বাঁ হাতের তালুর উল্টো পিঠে চোট পান তামিম। এমআরআই ও সিটি স্ক্যানে দেখা যায় ওই জায়গাতে আগে থেকেই থাকা সূক্ষ চিড়টাই নতুন করে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে গত কয়েক দিনের পর্যবেক্ষণের পর কাল চিকিৎসকেরা জানিয়েছেন, অবস্থা উন্নতির দিকে। বিশ্বকাপ শুরুর আগেই হয়তো পুরোপুরি সেরে যাবে ইনজুরিটা।
হাসপাতাল থেকে ফেরার পথে কাল টেলিফোনে তামিম বলেছেন, বিশ্বকাপে খেলার ব্যাপারে তিনি পুরোপুরি আশাবাদী, ‘ডাক্তাররা বলেছেন, আমি খেলতে পারব। আমি আশাবাদী, কোনো সমস্যা হবে না। তবে সতর্কতার জন্য হয়তো বিশ্বকাপের আগে দুটো প্রস্তুতি ম্যাচে খেলব না।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আগামীকাল রাতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা বাংলাদেশ দলের।
এনসিএল টি-টোয়েন্টি লিগে নিজেদের শেষ ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে বাঁ হাতের তালুর উল্টো পিঠে চোট পান তামিম। এমআরআই ও সিটি স্ক্যানে দেখা যায় ওই জায়গাতে আগে থেকেই থাকা সূক্ষ চিড়টাই নতুন করে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে গত কয়েক দিনের পর্যবেক্ষণের পর কাল চিকিৎসকেরা জানিয়েছেন, অবস্থা উন্নতির দিকে। বিশ্বকাপ শুরুর আগেই হয়তো পুরোপুরি সেরে যাবে ইনজুরিটা।
হাসপাতাল থেকে ফেরার পথে কাল টেলিফোনে তামিম বলেছেন, বিশ্বকাপে খেলার ব্যাপারে তিনি পুরোপুরি আশাবাদী, ‘ডাক্তাররা বলেছেন, আমি খেলতে পারব। আমি আশাবাদী, কোনো সমস্যা হবে না। তবে সতর্কতার জন্য হয়তো বিশ্বকাপের আগে দুটো প্রস্তুতি ম্যাচে খেলব না।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আগামীকাল রাতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা বাংলাদেশ দলের।
No comments