লেনিনের ব্যবহূত সামগ্রীর প্রদর্শনী
ইউক্রেনের রাজধানী কিয়েভে গত সোমবার উদ্বোধন করা হয়েছে ভ্লাদিমির লেনিনের মোজা ও অন্যান্য ব্যবহূত সামগ্রীর প্রদর্শনী। সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রে প্রায় দুই দশক পর এই প্রথম এ ধরনের আয়োজন করা হলো।
সোভিয়েত শাসনামলে সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা লেনিনের ব্যবহূত বস্ত্রসহ নানা জিনিস রাখা হতো অন্তত ১২টি জাদুঘরে। এর মধ্যে ১১টি জাদুঘরই ছিল তৎকালীন লেনিনগ্রাদে। বিল্পবের সূতিকাগার হিসেবে খ্যাত এই লেনিনগ্রাদের নাম পরে পাল্টে রাখা হয় পিটার্সবার্গ।
লেনিন কখনো ইউক্রেন যাননি। এর পরও তাঁর স্মৃতি ধরে রাখতে ইউক্রেনের রাজধানীর প্রধান স্কয়ারে গড়া হয় লেনিনের ভাস্কর্য। রাজধানী কিয়েভে ১৯৩৮ সালে নির্মাণ করা হয় লেনিন জাদুঘর। পরে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। গুঁড়িয়ে দেওয়া হয় লেনিনের ভাস্কর্য। আর কিয়েভের লেনিন জাদুঘর রূপান্তরিত হয় একটি শিল্পচর্চা কেন্দ্রে। এর নাম পাল্টে করা হয় ইউক্রেনিয়ান হাউস। লেনিনের জিনিসপত্রের মালিকানাও পায় এই হাউস। হাউসটির পরিচালক নাতালিয়া জাবোলোতনা জানান, বছরের পর বছর ধরে লেনিনের ব্যবহূত জামা-কাপড়সহ বেশ কিছু সামগ্রীর প্রদর্শনীর অনুমতি চাওয়া হয়েছিল।
সোভিয়েত শাসনামলে সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা লেনিনের ব্যবহূত বস্ত্রসহ নানা জিনিস রাখা হতো অন্তত ১২টি জাদুঘরে। এর মধ্যে ১১টি জাদুঘরই ছিল তৎকালীন লেনিনগ্রাদে। বিল্পবের সূতিকাগার হিসেবে খ্যাত এই লেনিনগ্রাদের নাম পরে পাল্টে রাখা হয় পিটার্সবার্গ।
লেনিন কখনো ইউক্রেন যাননি। এর পরও তাঁর স্মৃতি ধরে রাখতে ইউক্রেনের রাজধানীর প্রধান স্কয়ারে গড়া হয় লেনিনের ভাস্কর্য। রাজধানী কিয়েভে ১৯৩৮ সালে নির্মাণ করা হয় লেনিন জাদুঘর। পরে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। গুঁড়িয়ে দেওয়া হয় লেনিনের ভাস্কর্য। আর কিয়েভের লেনিন জাদুঘর রূপান্তরিত হয় একটি শিল্পচর্চা কেন্দ্রে। এর নাম পাল্টে করা হয় ইউক্রেনিয়ান হাউস। লেনিনের জিনিসপত্রের মালিকানাও পায় এই হাউস। হাউসটির পরিচালক নাতালিয়া জাবোলোতনা জানান, বছরের পর বছর ধরে লেনিনের ব্যবহূত জামা-কাপড়সহ বেশ কিছু সামগ্রীর প্রদর্শনীর অনুমতি চাওয়া হয়েছিল।
No comments