জাপানে সাংস্কৃতিক কেন্দ্র চালু করেছে তাইওয়ান
জাপানে গতকাল বৃহস্পতিবার একটি সাংস্কৃতিক কেন্দ্র চালু করেছে তাইওয়ান। সাংস্কৃতিক কর্মকাণ্ড বিনিময় ছাড়াও তাইপে কালচারাল সেন্টার নামের এই কেন্দ্রটি জাপানে তাইওয়ানের প্রতিনিধিত্বমূলক কার্যালয় হিসেবেও ব্যবহূত হবে। এ জন্য এটিকে জাপানে তাইওয়ানের কার্যত দূতাবাস হিসেবেই বিবেচনা করা হচ্ছে। এশিয়ায় এটাই তাইওয়ানের প্রথম সাংস্কৃতিক কেন্দ্র। এর আগে নিউইয়র্ক ও প্যারিসে তাইওয়ান এ ধরনের কেন্দ্র চালু করে।
চীনের বাধার কারণে তাইওয়ানের সঙ্গে এখনো কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে পারেনি জাপান। এ সমস্যার কিছুটা সমাধানের জন্য তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্ট মায়িং-জি ২০০৮ সালের নির্বাচনী প্রচারণার সময় জাপানে একটি সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের প্রতিশ্রুতি দেন।
চীনের বাধার কারণে তাইওয়ানের সঙ্গে এখনো কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে পারেনি জাপান। এ সমস্যার কিছুটা সমাধানের জন্য তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্ট মায়িং-জি ২০০৮ সালের নির্বাচনী প্রচারণার সময় জাপানে একটি সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের প্রতিশ্রুতি দেন।
No comments