বিশ্বকাপে যাওয়া হলো না শ্যুটারদের
ফেব্রুয়ারিতে কমনওয়েলথ শ্যুটিংয়ে অংশ নেওয়ার পর মার্চে গেছেন ইন্দো-বাংলা গেমসে। এর পর থেকে অনুশীলনে নেই আসিফ হোসেন খান, শারমিন আক্তার (রত্না) ও সাদিয়া সুলতানারা। দিল্লি কমনওয়েলথ শ্যুটিং থেকে ফেরার পর ফেডারেশন থেকে বলা হয়েছিল, সেরা শ্যুটারদের বিশ্বকাপে পাঠানো হবে। কিন্তু গত ১৬ এপ্রিল চীনে শুরু হওয়া বিশ্বকাপে যাওয়া হলো না শ্যুটারদের।
বেইজিংয়ে অনুষ্ঠানরত বিশ্বকাপ শ্যুটিংয়ের রাইফেল ও পিস্তল ইভেন্টের দ্বিতীয় পর্ব শেষ হবে আগামীকাল। মূলত বিশ্বকাপে অংশ নেওয়া শ্যুটারদের রেটিং ও পারফরম্যান্সের ভিত্তিতে অলিম্পিকে যাওয়ার টিকিট মেলে। আপাতত সেই সুযোগ পেলেন না শ্যুটাররা। তবে সামনে আরও সুযোগ আছে যাওয়ার।
এসএ গেমসে সোনাজয়ী শারমিন আক্তার এই বিশ্বকাপে না যেতে পেরে খানিকটা হতাশ, ‘প্র্যাকটিস নেই। শুয়ে-বসেই দিন কাটাচ্ছি। অনেক দিন ক্যাম্পও নেই। বিশ্বকাপে পাঠানো হলে হয়তো ভালো একটা স্কোর করতাম।’ দুবার বিশ্বকাপ শ্যুটিংয়ে (২০০৩-এ জার্মানি ও ২০০৯-এ মিলান) অংশ নেওয়া আসিফের কথা, ‘বিশ্বকাপে গেলে ভালোই হতো।’
গত কিছুদিন শ্যুটিং ফেডারেশনের কমিটি ছিল না। বর্তমান কমিটিকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিলেন হাইকোর্ট। গত ১০ মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া স্ট্যাটাসের পর বর্তমান কমিটি কার্যক্রম শুরু করেছে। সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ শ্যুটারদের চীনে না পাঠানোর কারণ হিসেবে এসব ঝামেলাকে দায়ী করলেন, ‘মামলা সব সময় শ্যুটিংকে ক্ষতিগ্রস্ত করে। এই মামলা-মোকদ্দমার কারণেই ইচ্ছে থাকার পরও ওদের বিশ্বকাপে পাঠাতে পারিনি।’
তবে পরের যেকোনো বিশ্বকাপে শ্যুটারদের পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন ফেডারেশনের সম্পাদক।
বেইজিংয়ে অনুষ্ঠানরত বিশ্বকাপ শ্যুটিংয়ের রাইফেল ও পিস্তল ইভেন্টের দ্বিতীয় পর্ব শেষ হবে আগামীকাল। মূলত বিশ্বকাপে অংশ নেওয়া শ্যুটারদের রেটিং ও পারফরম্যান্সের ভিত্তিতে অলিম্পিকে যাওয়ার টিকিট মেলে। আপাতত সেই সুযোগ পেলেন না শ্যুটাররা। তবে সামনে আরও সুযোগ আছে যাওয়ার।
এসএ গেমসে সোনাজয়ী শারমিন আক্তার এই বিশ্বকাপে না যেতে পেরে খানিকটা হতাশ, ‘প্র্যাকটিস নেই। শুয়ে-বসেই দিন কাটাচ্ছি। অনেক দিন ক্যাম্পও নেই। বিশ্বকাপে পাঠানো হলে হয়তো ভালো একটা স্কোর করতাম।’ দুবার বিশ্বকাপ শ্যুটিংয়ে (২০০৩-এ জার্মানি ও ২০০৯-এ মিলান) অংশ নেওয়া আসিফের কথা, ‘বিশ্বকাপে গেলে ভালোই হতো।’
গত কিছুদিন শ্যুটিং ফেডারেশনের কমিটি ছিল না। বর্তমান কমিটিকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিলেন হাইকোর্ট। গত ১০ মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া স্ট্যাটাসের পর বর্তমান কমিটি কার্যক্রম শুরু করেছে। সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ শ্যুটারদের চীনে না পাঠানোর কারণ হিসেবে এসব ঝামেলাকে দায়ী করলেন, ‘মামলা সব সময় শ্যুটিংকে ক্ষতিগ্রস্ত করে। এই মামলা-মোকদ্দমার কারণেই ইচ্ছে থাকার পরও ওদের বিশ্বকাপে পাঠাতে পারিনি।’
তবে পরের যেকোনো বিশ্বকাপে শ্যুটারদের পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন ফেডারেশনের সম্পাদক।
No comments