নয়াদিল্লিতে পশ্চিমা নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ
ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থানরত মার্কিন ও অন্যান্য পশ্চিমা নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রসহ চারটি দেশের দূতাবাস হুঁশিয়ার করে দিয়ে বলেছে, রাজধানীর ব্যস্ত বাজার ও পর্যটন এলাকায় পশ্চিমা নাগরিকদের লক্ষ্য করে সন্ত্রাসী হামলা চালানো হতে পারে।
যুক্তরাষ্ট্র ও কানাডার দূতাবাসের এক যৌথ বিবৃতিতে বলা হয়, নয়াদিল্লিতে নতুন করে হামলার পরিকল্পনা করছে জঙ্গিরা। বুধবার দূতাবাস দুটির ওয়েবসাইটে এ বিবৃতি প্রকাশ করা হয়। এতে বলা হয়, জঙ্গিরা রাজধানীর চাঁদনী চক, কনট প্লেস, গ্রেটার কৈলাস, কারল বাগ, মেহরাউলি, সরোজিনী নগরসহ ব্যস্ত বাজার ও দোকান বেছে নিতে পারে।
এ ছাড়া সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার নয়াদিল্লির ব্রিটিশ ও অস্ট্রেলীয় হাইকমিশনও পৃথক বিবৃতিতে নিজ নিজ নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
আশঙ্কা করা হচ্ছে, নয়াদিল্লিতে আগামী অক্টোবরে অনুষ্ঠেয় কমনওয়েলথ গেমসকে সামনে রেখে জঙ্গিরা এ ধরনের হামলা চালাতে পারে।
তবে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, নতুন কোনো সন্ত্রাসী হামলার হুমকির ব্যাপারে তাঁদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই।
যুক্তরাষ্ট্র ও কানাডার দূতাবাসের এক যৌথ বিবৃতিতে বলা হয়, নয়াদিল্লিতে নতুন করে হামলার পরিকল্পনা করছে জঙ্গিরা। বুধবার দূতাবাস দুটির ওয়েবসাইটে এ বিবৃতি প্রকাশ করা হয়। এতে বলা হয়, জঙ্গিরা রাজধানীর চাঁদনী চক, কনট প্লেস, গ্রেটার কৈলাস, কারল বাগ, মেহরাউলি, সরোজিনী নগরসহ ব্যস্ত বাজার ও দোকান বেছে নিতে পারে।
এ ছাড়া সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার নয়াদিল্লির ব্রিটিশ ও অস্ট্রেলীয় হাইকমিশনও পৃথক বিবৃতিতে নিজ নিজ নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
আশঙ্কা করা হচ্ছে, নয়াদিল্লিতে আগামী অক্টোবরে অনুষ্ঠেয় কমনওয়েলথ গেমসকে সামনে রেখে জঙ্গিরা এ ধরনের হামলা চালাতে পারে।
তবে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, নতুন কোনো সন্ত্রাসী হামলার হুমকির ব্যাপারে তাঁদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই।
No comments