চীনের চিড়িয়াখানায় অনাহারে ১১টি বাঘের মৃত্যু
চীনের উত্তর-পূর্বাঞ্চলে একটি চিড়িয়াখানায় অনাহারে গত তিন মাসে ১১টি সাইবেরিয়ান বাঘের মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা সিনহুয়া জানায়, চিড়িয়াখানায় অর্থাভাবে সস্তা মুরগির হাড় ছাড়া বাঘের জন্য অন্য খাবার দেওয়া সম্ভব হচ্ছিল না।
লিয়াওনিং প্রদেশের রাজধানী সেনইয়াং নগরের বন্য প্রাণী সংরক্ষণ দপ্তরের উপ-প্রধান লিউ ঝিয়াও কিয়াং বলেন, ওই চিড়িয়াখানায় গত নভেম্বরে ক্ষুধার্ত দুটি বাঘ চিড়িয়াখানার এক কর্মীর ওপর আক্রমণ করে। খাবারের অভাবে বাঘ দুটি তাঁদের ওপর আক্রমণ করে। চিড়িয়াখানার কর্মীর জীবন রক্ষা করতে গিয়ে বাঘ দুটিকে গুলি করে হত্যা করা হয়। চীনে দুই শতাধিক চিড়িয়াখানা রয়েছে।
লিয়াওনিং প্রদেশের রাজধানী সেনইয়াং নগরের বন্য প্রাণী সংরক্ষণ দপ্তরের উপ-প্রধান লিউ ঝিয়াও কিয়াং বলেন, ওই চিড়িয়াখানায় গত নভেম্বরে ক্ষুধার্ত দুটি বাঘ চিড়িয়াখানার এক কর্মীর ওপর আক্রমণ করে। খাবারের অভাবে বাঘ দুটি তাঁদের ওপর আক্রমণ করে। চিড়িয়াখানার কর্মীর জীবন রক্ষা করতে গিয়ে বাঘ দুটিকে গুলি করে হত্যা করা হয়। চীনে দুই শতাধিক চিড়িয়াখানা রয়েছে।
No comments