দুলমাতিনের দাফন সম্পন্ন
ইন্দোনেশিয়ায় সন্ত্রাস দমন স্কোয়াডের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত জেমাহ ইসলামিয়ার অন্যতম জ্যেষ্ঠ নেতা দুলমাতিনকে দাফন করা হয়েছে। গতকাল শুক্রবার কেন্দ্রীয় জাভার পেমালাং এলাকায় নিজের গ্রামেই তাঁর মরদেহ দাফন করা হয়। এএফপি।
রাজধানী জাকার্তা থেকে কড়া নিরাপত্তার মধ্যে অ্যাম্বুলেন্সে করে দুলমাতিনের মরদেহ তাঁর গ্রামে নেওয়া হয়। গ্রামবাসীসহ দুই হাজারেরও বেশি মানুষ ওই দাফনে অংশ নেয়। এ সময় সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল।
দুলমাতিনের বড় ভাই আজম বা’আফুত বলেন, ‘দাফন প্রক্রিয়া সুষ্ঠুভাবে শেষ হয়েছে। গ্রামের সবাই আমাদের সহায়তা করেছে। এটাই প্রমাণ করে, আমার ভাই খুব ভালো মানুষ ছিলেন।’
গত মঙ্গলবার জাকার্তার পশ্চিমে পামুলাং শহরের একটি দোতলা মার্কেটে বন্দুকযুদ্ধে দুলমাতিন নিহত হন। প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইউধোইয়োনো দুলমাতিনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানী জাকার্তা থেকে কড়া নিরাপত্তার মধ্যে অ্যাম্বুলেন্সে করে দুলমাতিনের মরদেহ তাঁর গ্রামে নেওয়া হয়। গ্রামবাসীসহ দুই হাজারেরও বেশি মানুষ ওই দাফনে অংশ নেয়। এ সময় সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল।
দুলমাতিনের বড় ভাই আজম বা’আফুত বলেন, ‘দাফন প্রক্রিয়া সুষ্ঠুভাবে শেষ হয়েছে। গ্রামের সবাই আমাদের সহায়তা করেছে। এটাই প্রমাণ করে, আমার ভাই খুব ভালো মানুষ ছিলেন।’
গত মঙ্গলবার জাকার্তার পশ্চিমে পামুলাং শহরের একটি দোতলা মার্কেটে বন্দুকযুদ্ধে দুলমাতিন নিহত হন। প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইউধোইয়োনো দুলমাতিনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
No comments