পাকিস্তানের হকিতে গণ-অবসর
গত পরশু দিল্লির ধ্যানচাঁদ জাতীয় হকি স্টেডিয়ামে কানাডার বিপক্ষে ১১তম স্থান নির্ধারণী ম্যাচে ২-৩ গোলে হেরে গেছে পাকিস্তান। ১২ দলের প্রতিযোগিতায় সর্বশেষ স্থানে নাম লিখিয়ে এবারের বিশ্বকাপ হকি শেষ করল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পাকিস্তানের হকি এমন বাজে ফল কখনোই দেখেনি। এর আগে ১৯৮৬ লন্ডন বিশ্বকাপে তারা পেয়েছিল ১১তম স্থান।
দেশকে লজ্জায় ডোবানোর দায় নিয়ে পরশুই অবসর নিয়ে ফেললেন পাকিস্তানের ১৮ জন খেলোয়াড়। খেলোয়াড়দের আকস্মিক এই সিদ্ধান্তে বিস্মিত পাকিস্তানের হকি প্রধান কাসিম জিয়া, ‘এটা একটা আবেগপ্রবণ সিদ্ধান্ত। এক দিক দিয়ে অবশ্য এটা ভালো লক্ষণ যে ছেলেরা বিশ্বকাপে খারাপ ফলের দায়দায়িত্ব নিতে প্রস্তুত।’
পাকিস্তানের বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড় মনে করেন, দলে এখন নতুনদের আসা প্রয়োজন। অভিজ্ঞ স্ট্রাইকার রেহান বাট বলে দিয়েছেন, ‘আমরা সবাই স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করেছি। আমরা চাই, তরুণেরা আমাদের জায়গা নিক।’ অধিনায়ক জিশান আশরাফও নিশ্চিত করেছেন গণ-অবসরের বিষয়টি।
দলের এই ব্যর্থতায় পাকিস্তানের সাবেক হকি খেলোয়াড়েরা পুরো দোষ চাপাচ্ছেন খেলোয়াড়দের ও টিম ম্যানেজমেন্টকে। তবে এরই মধ্যে পাকিস্তান হকি ফেডারেশন বরখাস্ত করেছে ম্যানেজার, কোচ, সহকারী কোচসহ গোটা নির্বাচক কমিটিকে। এদিকে ভারতকে কাল ৭ম-৮ম স্থান নির্ধারণী খেলায় ৪-২ গোলে হারিয়ে টুর্নামেন্টে সপ্তম হয়েছে আর্জেন্টিনা।
দেশকে লজ্জায় ডোবানোর দায় নিয়ে পরশুই অবসর নিয়ে ফেললেন পাকিস্তানের ১৮ জন খেলোয়াড়। খেলোয়াড়দের আকস্মিক এই সিদ্ধান্তে বিস্মিত পাকিস্তানের হকি প্রধান কাসিম জিয়া, ‘এটা একটা আবেগপ্রবণ সিদ্ধান্ত। এক দিক দিয়ে অবশ্য এটা ভালো লক্ষণ যে ছেলেরা বিশ্বকাপে খারাপ ফলের দায়দায়িত্ব নিতে প্রস্তুত।’
পাকিস্তানের বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড় মনে করেন, দলে এখন নতুনদের আসা প্রয়োজন। অভিজ্ঞ স্ট্রাইকার রেহান বাট বলে দিয়েছেন, ‘আমরা সবাই স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করেছি। আমরা চাই, তরুণেরা আমাদের জায়গা নিক।’ অধিনায়ক জিশান আশরাফও নিশ্চিত করেছেন গণ-অবসরের বিষয়টি।
দলের এই ব্যর্থতায় পাকিস্তানের সাবেক হকি খেলোয়াড়েরা পুরো দোষ চাপাচ্ছেন খেলোয়াড়দের ও টিম ম্যানেজমেন্টকে। তবে এরই মধ্যে পাকিস্তান হকি ফেডারেশন বরখাস্ত করেছে ম্যানেজার, কোচ, সহকারী কোচসহ গোটা নির্বাচক কমিটিকে। এদিকে ভারতকে কাল ৭ম-৮ম স্থান নির্ধারণী খেলায় ৪-২ গোলে হারিয়ে টুর্নামেন্টে সপ্তম হয়েছে আর্জেন্টিনা।
No comments