টয়োটা বিশ্বব্যাপী গাড়ি উত্পাদন বাড়াবে
জাপানের টয়োটা মোটর কোম্পানি ২০১০ সাল নাগাদ বিশ্বব্যাপী ১৭ শতাংশ গাড়ি উত্পাদন বাড়ানোর পরিকল্পনা করছে। তারা এ পরিকল্পনার আওতায় প্রায় ৭৫ লাখ গাড়ি তৈরি করবে। গতকাল শনিবার ডেইলি নিক্কেই পত্রিকা জানায়, ২০১০ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত ছয় মাস পরিবেশবান্ধব গাড়ি কেনায় ভর্তুকি প্রদানের মেয়াদ বাড়ায় সরকার। সরকারের ওই সিদ্ধান্তের পর টয়োটা তাদের ২০১০ সালের গাড়ি উত্পাদন লক্ষ্যমাত্রা আরও বাড়াতে পারে। আর্থিক মন্দার কারণে বিশ্বব্যাপী গাড়ি বিক্রি কমে যাওয়ার পর টয়োটা এ বছরের গোড়ার দিকে তাদের প্রধান বাজার জাপান, যুক্তরাষ্ট্র ও ইউরোপে গাড়ি উত্পাদন কমিয়ে দেয়। তবে বর্তমানে টয়োটার প্রধান বাজার চীন ও অন্যান্য উঠতি বাজারগুলোতে তাদের গাড়ির চাহিদা ধীরে ধীরে বাড়ছে।
No comments