পাওনা বুঝে পেলেই ঢাকা ছাড়বেন ডিডো
গত সোমবার বাফুফে তাঁকে বরখাস্ত করার পর থেকে জাতীয় দলের ব্রাজিলীয় কোচ নিজেকে বন্দী করে ফেলেছেন গুলশানের বাসায়। কবে নাগাদ দেশে ফিরবেন, তা এখনো ঠিক করতে পারেননি এডসন সিলভা ডিডো। বাফুফের কাছ থেকে পাওনা বুঝে পেলেই ঢাকা ছাড়বেন বলে জানা গেছে।
গত ফেব্রুয়ারিতে ডিডোকে প্রাথমিকভাবে এক বছরের নিয়োগ দিয়েছিল বাফুফে। মেয়াদ শেষ হওয়ার আগেই বরখাস্ত হওয়ায় কোচ চাকরির শর্ত অনুযায়ী পুরো এক বছরের বেতন পাবেন। ডিডো ৯ মাসের বেতন পেয়েছেন বলে বাফুফে জানিয়েছে। এখন তাঁকে বাকি তিন মাসের টাকা দেওয়া হবে।
এই টাকা কবে পাবেন ডিডো, নির্দিষ্ট করে বলতে পারেননি বাফুফের সাধারণ সম্পাদক আল মুসাব্বীর সাদী, ‘আমরা তাঁকে ৩ মাসের বেতন দেব (১২ হাজার ডলার)। এই সপ্তাহে দিতে পারি, আগামী সপ্তাহও লাগতে পারে। ৮-৯ লাখ টাকার ব্যাপার, একটু সময় তো লাগবেই।’
তত দিন পর্যন্ত ডিডোকে বাধ্য হয়ে থাকতে হচ্ছে ঢাকায়। পাওনা বুঝে পেলে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে পারেন। এদিকে গতকালও সাংবাদিকদের ফোন ধরেননি বাংলাদেশের ফুটবলে ‘অতীত’ হয়ে যাওয়া এই কোচ।
গত ফেব্রুয়ারিতে ডিডোকে প্রাথমিকভাবে এক বছরের নিয়োগ দিয়েছিল বাফুফে। মেয়াদ শেষ হওয়ার আগেই বরখাস্ত হওয়ায় কোচ চাকরির শর্ত অনুযায়ী পুরো এক বছরের বেতন পাবেন। ডিডো ৯ মাসের বেতন পেয়েছেন বলে বাফুফে জানিয়েছে। এখন তাঁকে বাকি তিন মাসের টাকা দেওয়া হবে।
এই টাকা কবে পাবেন ডিডো, নির্দিষ্ট করে বলতে পারেননি বাফুফের সাধারণ সম্পাদক আল মুসাব্বীর সাদী, ‘আমরা তাঁকে ৩ মাসের বেতন দেব (১২ হাজার ডলার)। এই সপ্তাহে দিতে পারি, আগামী সপ্তাহও লাগতে পারে। ৮-৯ লাখ টাকার ব্যাপার, একটু সময় তো লাগবেই।’
তত দিন পর্যন্ত ডিডোকে বাধ্য হয়ে থাকতে হচ্ছে ঢাকায়। পাওনা বুঝে পেলে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে পারেন। এদিকে গতকালও সাংবাদিকদের ফোন ধরেননি বাংলাদেশের ফুটবলে ‘অতীত’ হয়ে যাওয়া এই কোচ।
No comments