কাতারের মাটিতে প্রীতি ম্যাচে ইংল্যান্ডকে ১-০ গোলে হারাল ব্রাজিল
এএফসি সভাপতি মোহাম্মদ বিন হাম্মামের আয়োজনে কাতারের রাজধানী দোহারে গতকাল রোববারের রাতটি ছিল একটু অন্য রকম। বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও ইংল্যান্ড কাল সেখানে মুখোমুখি হয়েছিল এক প্রীতি আন্তর্জাতিক ম্যাচে। ২০২২ সালের বিশ্বকাপের আয়োজক হতে চায় মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ কাতার। তারই একটা ছোট্ট ড্রেস রিহার্সেল দিয়ে ফেলল তারা এই ম্যাচটি আয়োজনের মধ্য দিয়ে।
খেলাটিতে ইংল্যান্ড দল ছিল খর্বশক্তির। ডেভিড বেকহাম তাঁর যুক্তরাষ্ট্রের ক্লাবের কাছ থেকে ছাড়পত্র না পাওয়ায় ম্যাচটিতে খেলতে পারেননি। ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডও ছিলেন ইনজুরির কারণে অনুপস্থিত। ব্রাজিলেরও কয়েকজন তারকা খেলোয়াড় ছিলেন অনুপস্থিত।
খেলার ৪৭ মিনিটে নিলমারের গোলে ব্রাজিল এগিয়ে যায়। বাকি সময়টাতে ইংল্যান্ডের ওপর চাপ অব্যাহত রেখেও গোলের দেখা পায়নি তারা। ওয়েন রুনি ব্রাজিলের রক্ষণব্যুহে কয়েকবার হানা দিয়েও জয়ের দেখা পাননি।
ম্যাড়মেড়ে ম্যাচটিতে ব্রাজিল আরও একবার ইংলিশদের বিরুদ্ধে জয় নিয়েই মাঠ ছাড়ে।
খেলাটিতে ইংল্যান্ড দল ছিল খর্বশক্তির। ডেভিড বেকহাম তাঁর যুক্তরাষ্ট্রের ক্লাবের কাছ থেকে ছাড়পত্র না পাওয়ায় ম্যাচটিতে খেলতে পারেননি। ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডও ছিলেন ইনজুরির কারণে অনুপস্থিত। ব্রাজিলেরও কয়েকজন তারকা খেলোয়াড় ছিলেন অনুপস্থিত।
খেলার ৪৭ মিনিটে নিলমারের গোলে ব্রাজিল এগিয়ে যায়। বাকি সময়টাতে ইংল্যান্ডের ওপর চাপ অব্যাহত রেখেও গোলের দেখা পায়নি তারা। ওয়েন রুনি ব্রাজিলের রক্ষণব্যুহে কয়েকবার হানা দিয়েও জয়ের দেখা পাননি।
ম্যাড়মেড়ে ম্যাচটিতে ব্রাজিল আরও একবার ইংলিশদের বিরুদ্ধে জয় নিয়েই মাঠ ছাড়ে।
No comments