দক্ষিণ আফ্রিকার বৃষ্টি-ট্র্যাজেডি
বৃষ্টি শুরু হয়েছিল বেশ কিছুক্ষণ আগেই। ১২তম ওভারের শুরুতে তীব্রতা খানিকটা বেড়ে গেল। ওই ওভার শেষে খেলা বন্ধ হয়ে গেলে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন দাঁড়াত ১১৯ রান। গ্রায়েম সোয়ানের করা ওভারটির চার বল পর্যন্ত প্রোটিয়াদের রান ছিল ১১৫। পঞ্চম বলে ছয় মেরে আলবি মরকেল নিশ্চিত করলেন এবার অন্তত বৃষ্টি-ট্র্যাজেডির শিকার হচ্ছে না তারা।
কিন্তু বৃষ্টির সঙ্গে যে তাদের চিরশত্রুতা! ওভার শেষে খেলা থামবে কি, থামল বৃষ্টি। জেমস অ্যান্ডারসনের করা পরের ওভারে এবি ডি ভিলিয়ার্স ও মরকেল নিতে পারলেন ৫টি সিঙ্গেল, সঙ্গে একটি ওয়াইড। ওভার শেষে দলের রান ৩ উইকেটে ১২৭, বৃষ্টির তীব্রতা বাড়ায় খেলা বন্ধ। ডার্কওয়ার্থ-লুইস আইনে দেখা গেল জয়ের জন্য প্রোটিয়াদের প্রয়োজন ছিল ১২৮! খেলা আর শুরু হতে পারেনি এবং আবারও বৃষ্টির নির্মম রসিকতার শিকার দক্ষিণ আফ্রিকা। জয়টা কিছুটা সৌভাগ্যপ্রসূত হলেও ইংল্যান্ডের টি-টোয়েন্টি অধিনায়ক কৃতিত্ব দিয়েছেন নিজেদেরও, ‘এটা হয়ে দাঁড়িয়েছিল খেলার ভেতর একটি খেলা। তবে সামগ্রিকভাবে ভালো খেলেই আমরা জিতেছি।’ আজই সেঞ্চুরিয়নে সিরিজের শেষ টি-টোয়েন্টি।
কিন্তু বৃষ্টির সঙ্গে যে তাদের চিরশত্রুতা! ওভার শেষে খেলা থামবে কি, থামল বৃষ্টি। জেমস অ্যান্ডারসনের করা পরের ওভারে এবি ডি ভিলিয়ার্স ও মরকেল নিতে পারলেন ৫টি সিঙ্গেল, সঙ্গে একটি ওয়াইড। ওভার শেষে দলের রান ৩ উইকেটে ১২৭, বৃষ্টির তীব্রতা বাড়ায় খেলা বন্ধ। ডার্কওয়ার্থ-লুইস আইনে দেখা গেল জয়ের জন্য প্রোটিয়াদের প্রয়োজন ছিল ১২৮! খেলা আর শুরু হতে পারেনি এবং আবারও বৃষ্টির নির্মম রসিকতার শিকার দক্ষিণ আফ্রিকা। জয়টা কিছুটা সৌভাগ্যপ্রসূত হলেও ইংল্যান্ডের টি-টোয়েন্টি অধিনায়ক কৃতিত্ব দিয়েছেন নিজেদেরও, ‘এটা হয়ে দাঁড়িয়েছিল খেলার ভেতর একটি খেলা। তবে সামগ্রিকভাবে ভালো খেলেই আমরা জিতেছি।’ আজই সেঞ্চুরিয়নে সিরিজের শেষ টি-টোয়েন্টি।
No comments