ব্রাজিলের গা ঘেঁষে স্পেন
ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ব্রাজিল। তবে ব্যবধান আরও কমিয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের গা ঘেঁষে দাঁড়িয়ে এখন ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। গত দুই ম্যাচে ব্রাজিলের হার ও ড্র এবং স্পেনের দুটি জয়ে পয়েন্টের ব্যবধান এখন মাত্র ৩। টানা দুটি জয়ে দুই ধাপ এগিয়ে আর্জেন্টিনা এখন ৬ নম্বরে। ১৭ নম্বর থেকে শীর্ষ দশে ফিরেছে পর্তুগাল। আর ৬ থেকে ১২-তে নেমে গেছে রাশিয়া।
এই মাসের র্যাঙ্কিংয়ের বাড়তি একটি গুরুত্ব ছিল বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপিয়ান অঞ্চলের প্লে-অফের ড্রয়ের জন্য। অনুমিতভাবেই এই ড্রয়ে এক ভাগে থাকছে ফ্রান্স (৯), পর্তুগাল (১০), রাশিয়া (১২) ও গ্রিস (১৬)। আরেক ভাগে আয়ারল্যান্ড (৩৪), বসনিয়া ও হার্জেগোভিনা (৪২) ও স্লোভেনিয়া (৪৯)। ১৯ অক্টোবর জুরিখে হবে প্লে-অফের ড্র।
ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ দশ
১. ব্রাজিল ২. স্পেন ৩. নেদারল্যান্ড ৪. ইতালি ৫. জার্মানি ৬. আর্জেন্টিনা ৭. ইংল্যান্ড ৮. ক্রোয়েশিয়া ৯. ফ্রান্স ১০. পর্তুগাল।
এই মাসের র্যাঙ্কিংয়ের বাড়তি একটি গুরুত্ব ছিল বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপিয়ান অঞ্চলের প্লে-অফের ড্রয়ের জন্য। অনুমিতভাবেই এই ড্রয়ে এক ভাগে থাকছে ফ্রান্স (৯), পর্তুগাল (১০), রাশিয়া (১২) ও গ্রিস (১৬)। আরেক ভাগে আয়ারল্যান্ড (৩৪), বসনিয়া ও হার্জেগোভিনা (৪২) ও স্লোভেনিয়া (৪৯)। ১৯ অক্টোবর জুরিখে হবে প্লে-অফের ড্র।
ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ দশ
১. ব্রাজিল ২. স্পেন ৩. নেদারল্যান্ড ৪. ইতালি ৫. জার্মানি ৬. আর্জেন্টিনা ৭. ইংল্যান্ড ৮. ক্রোয়েশিয়া ৯. ফ্রান্স ১০. পর্তুগাল।
No comments