বান্ধবীর কাছে হেরে বিদায় সানিয়ার
জাপান ওপেনে সানিয়া মির্জার মধুচন্দ্রিমার সমাপ্তি ঘটল গতকাল। সেমিফাইনালে প্রিয় বান্ধবী ইতালির ফ্রান্সেসকা শিয়াভনের কাছে হেরে গেছেন ভারতের টেনিস-কন্যা। জাপান ওপেনের সেমিফাইনালে ওঠার পথে সানিয়া হারিয়ে এসেছেন সাহার পিয়ের ও মারিয়ন বার্তোলির মতো খেলোয়াড়কে। তবে কাল বিশ্বের ৬১ নম্বর খেলোয়াড়ের খেলায় সেই ঝলক আর পাওয়া গেল না। র্যাঙ্কিংয়ের ২৬ নম্বর খেলোয়াড়ের কাছে একেবারেই ভেঙে পড়ে হারলেন ২-৬ ও ১-৬ গেমে।
এ নিয়ে এই মৌসুমে তৃতীয় সেমিফাইনালে উঠে তিনটিতেই হারলেন। তবে জাপান ওপেন থেকে তাঁর বাড়তি প্রাপ্তি ১৩০ র্যাঙ্কিং পয়েন্ট আর ১০২০০ মার্কিন ডলার প্রাইজমানি।
অন্যদিকে সাংহাই মাস্টার্স ওপেনের সেমিফাইনালে উঠে গেছেন রাফায়েল নাদাল। পরশুর ম্যাচে যখন ১-১ সেটে সমতা, চোট নিয়ে কোর্ট ছেড়ে যেতে হয় নাদালের প্রতিপক্ষ ইভান লুবিচিচকে।
সাংহাই মাস্টার্স ওপেনের সেমিফাইনালে উঠেছেন নিকোলাই ডেভিডেঙ্কো, নোভাক জোকোভিচ ও ফেলিসিয়ানো লোপেজও।
এ নিয়ে এই মৌসুমে তৃতীয় সেমিফাইনালে উঠে তিনটিতেই হারলেন। তবে জাপান ওপেন থেকে তাঁর বাড়তি প্রাপ্তি ১৩০ র্যাঙ্কিং পয়েন্ট আর ১০২০০ মার্কিন ডলার প্রাইজমানি।
অন্যদিকে সাংহাই মাস্টার্স ওপেনের সেমিফাইনালে উঠে গেছেন রাফায়েল নাদাল। পরশুর ম্যাচে যখন ১-১ সেটে সমতা, চোট নিয়ে কোর্ট ছেড়ে যেতে হয় নাদালের প্রতিপক্ষ ইভান লুবিচিচকে।
সাংহাই মাস্টার্স ওপেনের সেমিফাইনালে উঠেছেন নিকোলাই ডেভিডেঙ্কো, নোভাক জোকোভিচ ও ফেলিসিয়ানো লোপেজও।
No comments