এগিয়ে গেল আনসার
জাতীয় বয়সভিত্তিক সাঁতারে মূল লড়াইটা হচ্ছে আনসার ও বিকেএসপির মধ্যে। প্রথম দিন বিকেএসপি জিতেছিল ১৫টি সোনা, আনসার ১৪টি। কাল ১৭টি সোনা জিতে বিকেএসপিকে ছাড়িয়ে গেল আনসার। কাল বিকেএসপি জিতেছে ১৪টি সোনা। দু দলের সোনার লড়াইয়ে আনসার এখন ৩১-২৯-এ এগিয়ে।
পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে কাল পুল মাতিয়েছে আনসারের জুয়েল আহমেদ, নাজমা খাতুন, ববিতা খাতুনেরা। নতুন রেকর্ড হয়েছে ৬টি। সব মিলিয়ে দু দিনে মোট রেকর্ড হলো ১৩টি। ২০০ মিটার বাটারফ্লাইয়ে ১৫-১৭ বছর বয়সীদের গ্রুপে নতুন রেকর্ড গড়েছেন বাংলাদেশ আনসারের জুয়েল আহমেদ (২ মিনিট ২১.২৮ সেকেন্ড)। জুয়েলের দিনের দ্বিতীয় রেকর্ডটি ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে (৫ মিনিট ১১.১৮ সেকেন্ড)। একই গ্রুপের ২০০ মিটার ফ্রি-স্টাইলে রেকর্ড গড়েছেন বিকেএসপির পলাশ চৌধুরী। ২ মিনিট ১০.৭১ সেকেন্ড সময় নেন তিনি। ২০০ মিটার ব্যাক স্ট্রোকে ১৮-২০ বছরের মেয়েদের রেকর্ডটি আনসারের ববিতার (৩:০১.৯১ সেকেন্ড)। আর মেয়েদের ২০০ মিটার ফ্রি-স্টাইলে ১১-১২ বছর বয়সী গ্রুপে ২ মিনিট ৩৬.৯৯ সেকেন্ডের নতুন রেকর্ড একই দলের নাজমা খাতুনের।
আজ প্রতিযোগিতার শেষ দিন।
পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে কাল পুল মাতিয়েছে আনসারের জুয়েল আহমেদ, নাজমা খাতুন, ববিতা খাতুনেরা। নতুন রেকর্ড হয়েছে ৬টি। সব মিলিয়ে দু দিনে মোট রেকর্ড হলো ১৩টি। ২০০ মিটার বাটারফ্লাইয়ে ১৫-১৭ বছর বয়সীদের গ্রুপে নতুন রেকর্ড গড়েছেন বাংলাদেশ আনসারের জুয়েল আহমেদ (২ মিনিট ২১.২৮ সেকেন্ড)। জুয়েলের দিনের দ্বিতীয় রেকর্ডটি ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে (৫ মিনিট ১১.১৮ সেকেন্ড)। একই গ্রুপের ২০০ মিটার ফ্রি-স্টাইলে রেকর্ড গড়েছেন বিকেএসপির পলাশ চৌধুরী। ২ মিনিট ১০.৭১ সেকেন্ড সময় নেন তিনি। ২০০ মিটার ব্যাক স্ট্রোকে ১৮-২০ বছরের মেয়েদের রেকর্ডটি আনসারের ববিতার (৩:০১.৯১ সেকেন্ড)। আর মেয়েদের ২০০ মিটার ফ্রি-স্টাইলে ১১-১২ বছর বয়সী গ্রুপে ২ মিনিট ৩৬.৯৯ সেকেন্ডের নতুন রেকর্ড একই দলের নাজমা খাতুনের।
আজ প্রতিযোগিতার শেষ দিন।
No comments