‘শিকাগো সান টাইমস’-এর মালিকানা বদল
যুক্তরাষ্ট্রের শিকাগো সান-টাইমস পত্রিকা এবং এর সহযোগী কয়েকটি প্রকাশনা কিনে নিয়েছে স্থানীয় একটি ব্যবসায়ী গ্রুপ। গত সোমবার এ সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। পত্রিকাটির কর্তৃপক্ষ এ তথ্য দিয়েছে।
জেমস টাইরির নেতৃত্বাধীন শিকাগো অর্থ বিনিয়োগকারী গ্রুপ নগদ ৫০ লাখ ডলারের বিনিময়ে সান-টাইমস ছাড়াও শহরতলি থেকে প্রকাশিত সাতটি দৈনিক ও ৫১টি সাপ্তাহিকের মালিকানা কিনে নিয়েছে। এ ছাড়া দুই কোটি ১৫ লাখ ডলার ঋণ পরিশোধের চুক্তি সই করেছে।
যুক্তরাষ্ট্রের ১৫তম শীর্ষ এই দৈনিকটিকে গত মার্চ মাসে দেউলিয়া ঘোষণা করা হয়। গত সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসে পত্রিকাটির প্রচারসংখ্যা শতকরা ১১ দশমিক ৯৮ ভাগ কমে যায়। শেষমেশ পত্রিকাটি বিক্রির সংখ্যা মাত্র দুই লাখ ৭৫ হাজার ৬৪১টিতে নেমে আসে।
জেমস টাইরির নেতৃত্বাধীন কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, বিপুল উদ্যমে নতুন করে বেরুবে সান-টাইমস।
জেমস টাইরির নেতৃত্বাধীন শিকাগো অর্থ বিনিয়োগকারী গ্রুপ নগদ ৫০ লাখ ডলারের বিনিময়ে সান-টাইমস ছাড়াও শহরতলি থেকে প্রকাশিত সাতটি দৈনিক ও ৫১টি সাপ্তাহিকের মালিকানা কিনে নিয়েছে। এ ছাড়া দুই কোটি ১৫ লাখ ডলার ঋণ পরিশোধের চুক্তি সই করেছে।
যুক্তরাষ্ট্রের ১৫তম শীর্ষ এই দৈনিকটিকে গত মার্চ মাসে দেউলিয়া ঘোষণা করা হয়। গত সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসে পত্রিকাটির প্রচারসংখ্যা শতকরা ১১ দশমিক ৯৮ ভাগ কমে যায়। শেষমেশ পত্রিকাটি বিক্রির সংখ্যা মাত্র দুই লাখ ৭৫ হাজার ৬৪১টিতে নেমে আসে।
জেমস টাইরির নেতৃত্বাধীন কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, বিপুল উদ্যমে নতুন করে বেরুবে সান-টাইমস।
No comments