ভারতীয় নাগরিকদের পাকিস্তানে ভ্রমণ না করার পরামর্শ
ভারতীয় কর্তৃপক্ষ সে দেশের নাগরিকদের পাকিস্তানে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। পাকিস্তানে সামরিক বাহিনী, পুলিশ ও সাধারণ নাগরিকদের ওপর জঙ্গি হামলার কারণে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে এই পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা।
গতকাল মঙ্গলবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে নিয়মিত জঙ্গি হামলার ঘটনা ঘটছে। তাই ভারতীয় সরকার মনে করে, পাকিস্তানের পাঞ্জাবে গুরুদুয়ারা পরিদর্শনের জন্য তীর্থযাত্রীদের এই মুহূর্তে সেখানে ভ্রমণ করাটা ঠিক হবে না। এ ছাড়া পাকিস্তানের নিরাপত্তা-পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত ভারতীয় নাগরিকদের সে দেশে এ ধরনের কোনো ভ্রমণে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।’ ৫ অক্টোবর ইসলামাবাদে জাতিসংঘ খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) কার্যালয়ে আত্মঘাতী বোমা হামলার পর থেকে এ পর্যন্ত সেখানে দুই শরও বেশি মানুষ জঙ্গি সহিংসতায় মারা গেছে।
গতকাল মঙ্গলবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে নিয়মিত জঙ্গি হামলার ঘটনা ঘটছে। তাই ভারতীয় সরকার মনে করে, পাকিস্তানের পাঞ্জাবে গুরুদুয়ারা পরিদর্শনের জন্য তীর্থযাত্রীদের এই মুহূর্তে সেখানে ভ্রমণ করাটা ঠিক হবে না। এ ছাড়া পাকিস্তানের নিরাপত্তা-পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত ভারতীয় নাগরিকদের সে দেশে এ ধরনের কোনো ভ্রমণে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।’ ৫ অক্টোবর ইসলামাবাদে জাতিসংঘ খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) কার্যালয়ে আত্মঘাতী বোমা হামলার পর থেকে এ পর্যন্ত সেখানে দুই শরও বেশি মানুষ জঙ্গি সহিংসতায় মারা গেছে।
No comments