মালয়েশিয়ায় সেতু ভেঙে শিশু-শিক্ষার্থীর মৃত্যু
মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় পিরাক রাজ্যের একটি ঝুলন্ত সেতু ভেঙে এক শিশু-শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নদী থেকে ২২ শিশুকে উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ রয়েছে আরও দুই শিশু। তাদের বয়স ১৩ বছরের নিচে।
গত সোমবার বিকেলে নদীর ওপর ওই ঝুলন্ত সেতুটি হেঁটে পার হওয়ার সময় হঠাত্ সেতুটি ভেঙে গেলে ওই শিশুরা নদীতে পড়ে যায়। তবে সেতুর বিভিন্ন অংশ আঁকড়ে ধরে নদীতে পড়া থেকে বেঁচে যায় ২০ জন শিশু।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা জানায়, গত দুই সপ্তাহ আগে ৫০ মিটার দীর্ঘ এই ঝুলন্ত সেতুটি ভেঙে যাওয়া আরেকটি সেতুর জায়গায় প্রতিস্থাপন করা হয়।
দেশটির উত্তর পিরাক রাজ্যের মুখ্যমন্ত্রী জাম্বরি আবদুল কাদির জানান, সোমবার সন্ধ্যায় সেতুটির বিম ভেঙে গেলে এই দুর্ঘটনা ঘটে।
১২ বছর বয়সী এক শিক্ষার্থী কে মাথিভানান জানায়, কামপারের কোয়ালা দিপাংয়ের সেতুটি হঠাত্ ভেঙে গেলে কয়েকজন শিশু পানিতে পড়ে যায়। কিন্তু সে সেতুর একটি দড়ি ধরে ঝুলে থেকে প্রাণে বেঁচে যায়।
দুর্ঘটনাকবলিত ওই শিশুরা পিরাক রাজ্যের একটি গ্রামে ক্যাম্পিংয়ে এসেছিল।
গত সোমবার বিকেলে নদীর ওপর ওই ঝুলন্ত সেতুটি হেঁটে পার হওয়ার সময় হঠাত্ সেতুটি ভেঙে গেলে ওই শিশুরা নদীতে পড়ে যায়। তবে সেতুর বিভিন্ন অংশ আঁকড়ে ধরে নদীতে পড়া থেকে বেঁচে যায় ২০ জন শিশু।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা জানায়, গত দুই সপ্তাহ আগে ৫০ মিটার দীর্ঘ এই ঝুলন্ত সেতুটি ভেঙে যাওয়া আরেকটি সেতুর জায়গায় প্রতিস্থাপন করা হয়।
দেশটির উত্তর পিরাক রাজ্যের মুখ্যমন্ত্রী জাম্বরি আবদুল কাদির জানান, সোমবার সন্ধ্যায় সেতুটির বিম ভেঙে গেলে এই দুর্ঘটনা ঘটে।
১২ বছর বয়সী এক শিক্ষার্থী কে মাথিভানান জানায়, কামপারের কোয়ালা দিপাংয়ের সেতুটি হঠাত্ ভেঙে গেলে কয়েকজন শিশু পানিতে পড়ে যায়। কিন্তু সে সেতুর একটি দড়ি ধরে ঝুলে থেকে প্রাণে বেঁচে যায়।
দুর্ঘটনাকবলিত ওই শিশুরা পিরাক রাজ্যের একটি গ্রামে ক্যাম্পিংয়ে এসেছিল।
No comments