গাজীপুরে ছাত্রলীগ-বিএনপির পাল্টা-পাল্টি সভা, ১৪৪ ধারা জারি
গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও হাসপাতাল এলাকায় আজ শনিবার ১৪৪ ধারা জারি করা হয়েছে। একইস্থানে একই সময়ে ছাত্রলীগ এবং বিএনপি সমাবেশের ঘোষণা দেওয়ায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয় প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।
স্থানীয় বিএনপি সূত্র জানায়, উপজেলা বিএনপি আজ তেরগাঁও হাসপাতালের পাশে তাদের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ ডাকে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আ স ম হান্নান শাহের এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। বিএনপি সমাবেশের বিষয়টি ৭ অক্টোবর উপজেলা ও পুলিশ প্রশাসনকে অবহিত করে বলেও বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়।
এদিকে গতকাল শুক্রবার স্থানীয় ছাত্রলীগ প্রয়াত নেতা মোজাম্মেল হকের স্মরণে একই স্থানে আজ এক আলোচনা সভার ঘোষণা দেয়।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
স্থানীয় বিএনপি সূত্র জানায়, উপজেলা বিএনপি আজ তেরগাঁও হাসপাতালের পাশে তাদের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ ডাকে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আ স ম হান্নান শাহের এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। বিএনপি সমাবেশের বিষয়টি ৭ অক্টোবর উপজেলা ও পুলিশ প্রশাসনকে অবহিত করে বলেও বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়।
এদিকে গতকাল শুক্রবার স্থানীয় ছাত্রলীগ প্রয়াত নেতা মোজাম্মেল হকের স্মরণে একই স্থানে আজ এক আলোচনা সভার ঘোষণা দেয়।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
No comments