কেরানীগঞ্জে ছাত্রদল নেতা গ্রেপ্তার
জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির নেতা এবং সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমানকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিমানবন্দর এলাকায় ভাঙচুর ও সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে কেরানীগঞ্জের ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমানকে পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে কেরানীগঞ্জ মডেল থানার জয়নগর এলাকায় নিজ বাসা থেকে তারানগর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানকে (৩৪) গ্রেপ্তার করা হয়। বিমানবন্দর এলাকার ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, মোস্তাফিজুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আজ শনিবার আদালতে রিমান্ডের আবেদন করা হবে।
আমানউল্লাহ আমান দীর্ঘদিন চিকিত্সা শেষে গত ২৯ সেপ্টেম্বর সিঙ্গাপুর থেকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে গোয়েন্দা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
এ সময় বিএনপির কয়েক শ নেতা-কর্মী তাঁকে ঘিরে বিক্ষোভ করে। একপর্যায়ে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে কেরানীগঞ্জ মডেল থানার জয়নগর এলাকায় নিজ বাসা থেকে তারানগর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানকে (৩৪) গ্রেপ্তার করা হয়। বিমানবন্দর এলাকার ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, মোস্তাফিজুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আজ শনিবার আদালতে রিমান্ডের আবেদন করা হবে।
আমানউল্লাহ আমান দীর্ঘদিন চিকিত্সা শেষে গত ২৯ সেপ্টেম্বর সিঙ্গাপুর থেকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে গোয়েন্দা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
এ সময় বিএনপির কয়েক শ নেতা-কর্মী তাঁকে ঘিরে বিক্ষোভ করে। একপর্যায়ে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
No comments