প্রত্যর্পণের বিরুদ্ধে আর্জি তাহাউর রানার: 'আমি পাকিস্তানি এবং মুসলিম তাই ভারতে আমাকে নির্যাতন করা হবে'
২০০৮ সালের মুম্বাই সন্ত্রাসী হামলার অন্যতম অভিযুক্ত, তাহাউর রানা ভারতে তার প্রত্যর্পণের উপর জরুরী স্থগিতাদেশ চেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে আবেদন করেছেন।রানা তার আবেদনে যুক্তি দিয়েছিলেন যে ভারতে বিচার প্রক্রিয়া চললে তিনি হয়তো বেশি দিন বেঁচে থাকতে পারবেন না।রানা, একটি আপিলের মাধ্যমে, জানিয়েছেন যে "যদি স্থগিতাদেশ না দেওয়া হয়, তবে তাঁর মামলাটি নিয়ে কোনও পর্যালোচনা হবে না। মার্কিন আদালতও এখতিয়ার হারাবে এবং আবেদনকারী শীঘ্রই মারা যাবে।"২৬/১১সন্ত্রাসী হামলার অভিযুক্ত দাবি করেছেন যে যদি তাকে ভারতের কাছে হস্তান্তর করা হয়, তাহলে তাকে নির্যাতনের শিকার হতে হবে কারণ তিনি পাকিস্তানি বংশোদ্ভূত একজন মুসলিম।২০০৮ সালে মুম্বইয়ে জঙ্গি হামলায় তাঁর যোগ পেয়েছিলেন ভারতীয় গোয়েন্দারা। এর পর থেকেই পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী রানাকে ভারতে নিয়ে আসার চেষ্টা শুরু হয়। দীর্ঘ কয়েক বছর ধরে তাঁকে নিয়ে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে নয়াদিল্লি। প্রথমে আইনি প্রক্রিয়ার কারণে তা বিলম্বিত হচ্ছিল। প্রথমে নিম্ন আদালতে, তার পরে ওয়াশিংটনের প্রাদেশিক আদালতে প্রত্যর্পণের বিরুদ্ধে আবেদন করেন রানা। কোথাও সুরাহা হয়নি। সান ফ্রান্সিসকোর আপিল আদালতেও প্রত্যর্পণের পক্ষেই রায় গিয়েছিল।সুপ্রিম কোর্টের নির্দেশের পর রানাকে দ্রুত ভারতে এনে বিচারের মুখোমুখি করা যাবে বলে মনে করা হচ্ছিল। কিন্তু সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আবেদন জানিয়ে তিনি পুরো প্রক্রিয়াটিকে শ্লথ করে দিতে পারেন বলে আশঙ্কা তৈরি হয়েছে। রানা তার আবেদনে হিউম্যান রাইটস ওয়াচ ২০২৩ ওয়ার্ল্ড রিপোর্টের উদ্ধৃতি তুলে ধরেছেন। যেখানে ভারতে বিজেপির নেতৃত্বাধীন সরকারের পদ্ধতিগত বৈষম্য এবং ধর্মীয় সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলমানদের প্রতি অপব্যবহারের কথা নথিভুক্ত করা হয়েছে ।রানা আরও যুক্তি দিয়েছেন যে ভারতে সরকার ক্রমবর্ধমানভাবে স্বৈরাচারী হয়ে উঠেছে এবং ভারতীয় কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করলে তিনি নির্যাতনের শিকার হবেন বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে।এসবের পাশাপাশি রানা তার অবনতিশীল স্বাস্থ্যের কথা তুলে ধরেন। বলেন, তিনি পেটের অ্যাওর্টিক অ্যানিউরিজম, পারকিনসন্স রোগ এবং মূত্রাশয়ের ক্যান্সারে ভুগছেন। যদিও যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সম্প্রতি তাহাউর রানার করা রিভিউ পিটিশন খারিজ করে দিয়েছে। তাহাওউর রানা পাকিস্তানি-আমেরিকান সন্ত্রাসী ডেভিড কোলম্যান হেডলির একজন পরিচিত সহযোগী। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বই হামলার অন্যতম প্রধান ষড়যন্ত্রকারী ছিলেন হেডলি।একজন পাকিস্তানি বংশোদ্ভূত ব্যবসায়ী, চিকিত্সক এবং অভিবাসন উদ্যোক্তা, রানা লস্কর-ই-তৈবা (এলইটি) এবং পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর সাথে সংযোগের অভিযোগ উঠেছে। হামলায় সহায়তা করার জন্য রানার কথিত ভূমিকা বহু বছর ধরে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিতর্কের একটি কেন্দ্র বিন্দু হিসেবে রয়ে গেছে।
সূত্র : ট্রিবিউন ইন্ডিয়া
No comments