জয়শঙ্করের সামনে খালিস্তানপন্থি আন্দোলনকারী, ভারতের নিন্দা

বৃটেনে খালিস্তানপন্থি আন্দোলকারীদের মুখে পড়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। নিরাপত্তা লঙ্ঘন করে ওই আন্দোলনকারীরা জয়শঙ্করের গাড়ির কাছে পৌঁছে যায়। এক্ষেত্রে তার নিরাপত্তা লঙ্ঘিত হয়েছে-  এমন দাবি করে এর কড়া নিন্দা জানিয়েছে ভারত। অনলাইন ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, বৃহস্পতিবার ভারত ওই ঘটনার নিন্দা জানিয়েছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, ভারতের তিন রঙা পতাকার মতো দেখতে লম্বা এক টুকরো কাপড় দুই হাতে মেলে ধরে চিৎকার করতে করতে একটি গাড়ির সামনে গিয়ে দাঁড়ান এক ব্যক্তি। ওই গাড়িতে বসা ছিলেন জয়শঙ্কর।  এ সময় পুলিশ ওই ব্যক্তিকে আটকানোর চেষ্টা করে। একপর্যায়ে তাকে গাড়ির সামনে থেকে সরিয়ে নেয় পুলিশ। ঘটনার সময় খালিস্তাানপন্থি পতাকা হাতে একদল মানুষ চিৎকার করে স্লোগান দেন।

এ ব্যাপারে ভারতের পররাষ্ট্র্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৃটেন সফরের সময় তার নিরাপত্তা লঙ্ঘনের ভিডিওচিত্রটি তিনি দেখেছেন। তিনি ‘বিচ্ছিন্নতাবাদী ও চরমপন্থিদের’ এই ছোট দলটির উসকানিমূলক কার্যকলাপের নিন্দা জানান। তিনি আশা করেন, এ ধরনের ঘটনায় বৃটিশ সরকার তাদের কূটনৈতিক বাধ্যবাধকতা সম্পূর্ণরূপে পালন করবে। উল্লেখ্য, এ বছরের জানুয়ারির শুরুর দিকে একদল খালিস্তানপন্থি লন্ডনে ভারতীয় হাইকমিশনের বাইরে জড়ো হয়। এর আগে ২০২৩ সালে লন্ডনে ভারতীয় হাইকমিশনে হামলা চালায় তারা।

লন্ডনে জয়শঙ্করের ওপরে হামলার চেষ্টার নিন্দায় সরব ভারত

লন্ডনে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ওপরে হামলার চেষ্টার নিন্দায় সরব হল ভারত। লন্ডনে পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্করের ওপরে হালমার চেষ্টা করেছিল খালিস্তানিরা। ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, আমরা এই ধরনের ঘটনা দ্বারা গণতান্ত্রিক স্বাধীনতার অপব্যবহারের নিন্দা জানাই। আমরা আশা করি এ ক্ষেত্রে সেই দেশের সরকার তাদের কূটনৈতিক বাধ্যবাধকতা সম্পূর্ণভাবে পালন করবে। এই ঘটনা নিয়ে ব্রিটিশ সরকারকে বার্তা দিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র বলেন, আমরা সেই ঘটনার ভিডিও দেখেছি। সেখানে জয়শংকরের নিরাপত্তা বলয় লঙ্ঘন করা হয়েছিল। বিচ্ছিনতাবাদীদের ছোট্ট একটি গোষ্ঠী এবং কট্টরপন্থীদের এই উস্কানিমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি আমরা। আমরা আশা করছি, সেই দেশের সরকার তাদের কূটনৈতিক দায়িত্ব পালন করবে।

বৃহস্পতিবার লন্ডনে চ্যাথাম হাউসে থিঙ্ক ট্যাঙ্কের একটি অনুষ্ঠানে জয়শঙ্কর অংশগ্রহণ করেছিলেন। সেই অনুষ্ঠান শেষে তিনি যখন ফিরছিলেন, তখন গাড়ি থেকে নামার সময় তার ওপর হামলার চেষ্টা করা হয়। তাকে হেনস্থা করা হয়।  ভিডিওতে দেখা গিয়েছে, জয়শঙ্করের গাড়ির দিকে ছুটে যাচ্ছে এক ব্যক্তি। সেখানে ভারতীয় জাতীয় পতাকা ছেঁড়ে সে। সামনেই লন্ডনের পুলিশ আধিকারিক ছিল। তবে সেই হামলাকারী ব্যক্তিকে সরাতে কিছুই করেনি পুলিশকর্মীরা। এদিকে সেই ভিডিওতে আরও দেখা যায়, কয়েকজন খালিস্তান সমর্থক হলুদ পতাকা ধরে আছে এবং বিক্ষোভ দেখাচ্ছে।

বছরের পর বছর ধরে অস্ট্রেলিয়া, কানাডা এবং যুক্তরাজ্যের মতো দেশগুলিকে খালিস্তানি সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে এই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আলোচনা করেছেন। কয়েকবছর ধরে কানাডা এবং ব্রিটেনে এই খালিস্তানিদের তাণ্ডব আরও বেড়েছে। এর আগে লন্ডনে ভারতীয় হাইকমিশনে হামলা করা হয়েছিল। কানাডাতেও ভারতীয় হাইকমিশনের বাইরে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গিয়েছে খালিস্তানিদের।

mzamin

No comments

Powered by Blogger.