অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিশু ও নারীর ক্ষমতায়ন নিয়ে বলবেন মমতা

যুক্তরাজ্যের বিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রিত হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি সামাজিক উন্নয়ন এবং শিশু ও নারীর ক্ষমতায়ন নিয়ে ভাষণ দেবেন। আগামী ২১ মার্চ দুবাই হয়ে লন্ডনের উদ্দেশে তিনি রওনা দেবেন। আগামী ২৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষার্থীদের সামনে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী।

জানা গেছে, শুধু রাজনীতিবিদ পরিচয়ে তিনি আমন্ত্রিত নন, তিনি যাচ্ছেন লেখিকা পরিচয়েও। মূল আলোচনা ছাড়াও মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসবে রাজনীতি থেকে বাংলার সাহিত্য ও সংস্কৃতির বিষয়ও।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণের কারণ সম্পর্কে বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের প্রথম নারী মুখ্যমন্ত্রী ছাড়াও তিনি অন্যতম শক্তিশালী রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা। তার নেতৃত্বাধীন সরকার প্রান্তিক অঞ্চলের মানুষ ও নারীদের ক্ষমতায়নের জন্য বিশেষ বিশেষ সামাজিক কর্মসূচি নিয়েছে। তার নেতৃত্বাধীন প্রশাসন রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নমূলক কাজ করছে। তাছাড়া মমতা একজন লেখকও। তার লেখা বইয়ের সংখ্যা পঞ্চাশের বেশি।

নবান্ন সূত্রে জানা গেছে, লন্ডন সফরের সময় তিনি রাজ্যে বিনিয়োগ আনার লক্ষ্যে যুক্তরাজ্যের শিল্পপতিসহ বিভিন্ন শিল্প সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন।

mzamin

No comments

Powered by Blogger.