এ বার কি দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করছেন রণবীর -আলিয়া?
তবে রাহার পাশাপাশি আলিয়া দ্বিতীয় একটি নামও ভেবে রেখেছিলেন। যদি তাদের দ্বিতীয় সন্তান ছেলে হয়, তা হলে সেই নাম রাখবেন। আলিয়ার মুখে এই কথা শোনার পর থেকেই শুরু চর্চা। তবে কি দ্বিতীয় সন্তানের পরিকল্পনা রয়েছে দম্পতির? আলিয়া বলেছেন, “বাবা-মা হিসেবে আমরা খুবই উচ্ছ্বসিত ছিলাম। তাই পরিবারিক হোয়াটস্অ্যাপ গ্রুপে আগে থেকেই ছেলে ও মেয়ে, উভয় নামই ঠিক করে রাখতে বলেছিলাম। যাতে আমরা আগে থেকে প্রস্তুত থাকতে পারি, তাই সন্তানের জন্মের আগেই নাম ভেবে রাখতে বলেছিলাম। নানা রকমের নাম সকলে ভাগ করে নিয়েছিলেন। তবে আমাদের একটা নাম খুব পছন্দ হয়েছিল। যদিও সেটা ছেলেদের নাম।” রাহা নামের পাশাপাশি ছেলের নামটাও বেশ মনে ধরেছিল আলিয়ার। তবে কোনও ভাবেই সেই নাম তিনি প্রকাশ্যে আনতে চাননি।
আলিয়ার কথায়, ‘আমার শাশুড়ি অর্থাৎ রণবীরের মা পরামর্শ দিয়েছিলেন, যদি কখনও ছেলে হয়, তা হলে এটা খুব ভালো নাম হবে। এমনকী, রাহার সঙ্গে দারুণ মিল ছিল নামের। তবে মেয়েদের নামের মধ্যে রণবীর আর আমি রাহা নামটাকেই বেশি পছন্দ করেছিলাম।’ ২০২২ সালের এপ্রিল মাসে বিয়ে করেছিলেন আলিয়া ও রণবীর। তার কয়েক মাসের মধ্যে তারা জানান, সংসারে আসছে নতুন সদস্য। সেই বছরেই ৬ নভেম্বর জন্ম নেয় রাহা কাপুর । আলিয়াকে পরবর্তীতে সঞ্জয় লীলা বনশালির লাভ অ্যান্ড ওয়ার-এ দেখা যাবে রণবীর কাপুর এবং ভিকি কৌশলের সঙ্গে। শিব রাওয়েল পরিচালিত তার আসন্ন সিনেমা আলফা-তে আলিয়াকে দেখতে পাবেন ভক্তরা। আলফা চলতি বছরের ২৫ ডিসেম্বর মুক্তি পাবে।
সূত্র : হিন্দুস্থান টাইমস
No comments