কেশর ওয়ালা সিংহী!
যুক্তরাষ্ট্রের
ওকলাহোমা চিড়িয়াখানার ‘ব্রিজেট’ নামে এক সিংহীর ঘাড়ে আশ্চর্যজনকভাবে কেশর
গজিয়েছে। ২০১৭ সালের মার্চ থেকে ঘন লোম জন্মানো শুরু হয় ১৮ বছর বয়সী
ব্রিজেটের ঘাড়ে; নভেম্বরের মধ্যে তা অনেকটা পরিণত আকার ধারণ করে। পিটুইটারি
গ্রন্থিতে টিউমারের ফলে ব্রিটেজেটের ঘাড়ে কেশর জন্মাতে পারে- এমনটা সন্দেহ
পোষণ করেন চিড়িয়াখানার চিকিৎসকরা। এসব গ্রন্থি দেহের টেস্টেরন ও বিভিন্ন
হরমোন নিয়ন্ত্রণ করে। তাছাড়া জেনেটিক কারণেও এমনটা হতে পারে।
ব্রিজেটের
কেশর রহস্য উদঘাটন করতে চিকিৎসকরা তার রক্তের নমুনা সংগ্রহ করেছেন। এ
নমুনার সঙ্গে ব্রিজেটের বোন টিয়ার রক্তের নমুনার তুলনা করা হবে। টিয়াও ১৮
বছর বয়সী সিংহী, কিন্তু ব্রিজেটের মতো তার ঘাড়ে কেশর জন্মায়নি। ব্রিজেটের
ঘাড়ে কেশর জন্মানোর ঘটনাটি বিরল হলেও তা প্রথম নয়। ২০১১ সালে দক্ষিণ
আফ্রিকার জাতীয় চিড়িয়াখানার একটি ১৩ বছর বয়সী সিংহীর ঘাড়ে জন্মেছিল। ২০১৪
সালে বোতসোয়ানার একটি চিড়িয়াখানায় বসবাসরত পাঁচটি সিংহীর ঘাড়ে দেখা গিয়েছিল
কেশর।
No comments