সবচেয়ে কৃপণ নারী হেট্টি গ্রিন
বিশ্বের
সবচেয়ে কৃপণ নারী রিয়েল স্টেট ব্যবসায়ী হেট্টি গ্রিন। নিউইয়র্ক শহরের
বাসিন্দা ওই নারী বিপুল সম্পদশালী হয়েও সর্বকালের সেরা কৃপণ হিসেবে খ্যাত।
তিনি এতোটাই কৃপণ ছিলেন যে একেবারে জরাজীর্ণ হওয়ার আগ পর্যন্ত তিনি তার
একমাত্র কালো পোশাকটি কখনো পরিবর্তন করতেন না।
পানি খরচ হবে বলে হাত ধোয়া
হত না বললেই চলে, অতি পুরনো একটি গাড়িতে চড়তেন। প্রচন্ড শীতেও গরম পানি
ব্যবহার করতেন না তিনি। খেতেন মাত্র ১৫ সেন্ট ব্যয় করে এক ধরনের ঠাণ্ডা
পুডিং। সাবান খরচ বাঁচানোর জন্য তার পোশাক যখন অতিরিক্ত ময়লা হয়ে যেত তখন
শুধু ময়লা অংশটুকু ধুয়ে নিতেন। ১৮৩৫ সালে জন্ম নেওয়া এই নারীর মৃত্যু হয়
১৯১৬ সালে। মৃত্যুর সময় তার ব্যাংকে ৯৫ মিলিয়ন ডলার অর্থাৎ বর্তমান হিসাবে
প্রায় ৭৫ কোটি টাকা ছিল।
No comments