মিশেল ওবামার আত্মজীবনী আসছে ১৩ নভেম্বর
যুক্তরাষ্ট্রের
সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা আত্মজীবনীমূলক বই ‘বিকামিং’ ১৩ নভেম্বর
প্রকাশ করা হবে। গতকাল রোববার বইটির প্রকাশক আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা
দিয়েছেন। সিএনএনের খবরে জানানো হয়, এটি মিশেলের দ্বিতীয় বই। এর আগে ২০১২
সালে তাঁর প্রথম বই ‘আমেরিকান গ্রোন’ প্রকাশিত হয়। এতে হোয়াইট হাউসে তাঁর
করা সবজির বাগান সম্পর্ক লিখেছেন এবং স্বাস্থ্যকর জীবন সম্পর্কে উদ্বুদ্ধ
করতে চেয়েছেন। স্বাস্থ্যসম্মত জীবনযাপনে উৎসাহ জোগাতে প্রচার চালান।
প্রকাশনী সংস্থা পেঙ্গুইন র্যানডম হাউস এক বিবৃতিতে জানিয়েছে, সাবেক
প্রেসিডেন্ট বারাক ওবামা বইটি বিভিন্ন দেশে প্রচারে অংশ নেবেন। বইটি ২৪টি
ভাষায় প্রকাশিত হবে। যুক্তরাষ্ট্রের জন্য বইটির মূল্য রাখা হবে সাড়ে ৩২
ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ২ হাজার ৭০০ টাকা)। বিবৃতিতে বলা হয়, বইটির
মাধ্যমে পাঠককে তাঁর ভুবনে স্বাগত জানানো হয়েছে।
জীবনের বিভিন্ন অভিজ্ঞতা,
যা তাঁকে পূর্ণতা দিয়েছে, এর বিবরণ আছে বইয়ে। শৈশব থেকে শিকাগোর সাউথ সাইডে
তাঁর কর্মজীবন, মাতৃত্ব ও পেশার মধ্যে ভারসাম্য রাখা, বিশ্বের বিখ্যাত সব
স্থানে তাঁর সময় কাটানোর বিষয়গুলো বইয়ে উঠে এসেছে। গতকাল এক টুইটে মিশেল
ওবামা বইটি লেখা নিয়ে তাঁর উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘গভীর ব্যক্তিগত
অভিজ্ঞতা নিয়ে বইটি লেখা হচ্ছে। আমি আমার শিকড়ের কথা বলেছি এবং একটি মেয়ে
কীভাবে সাউথ সাইড থেকে আত্মপ্রকাশ করেছে, তা জানিয়েছি। আমি প্রত্যাশা করি,
আমার ওই যাত্রা পাঠককে নিজেদের লক্ষ্যে পৌঁছাতে আত্মবিশ্বাসী হতে উৎসাহিত
করবে।’ বইটি প্রকাশের সময় বারাক ওবামা বইটির ১০ লাখ কপি ওবামার পরিবারের
নামে তৈরি একটি অলাভজনক প্রতিষ্ঠানে দান করার পরিকল্পনা করেছেন।
ওয়াশিংটনভিত্তিক ওই প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্র ও কানাডার শিশুদের জন্য
শিক্ষায় সমসুযোগ নিশ্চিত করতে নতুন বই, শিক্ষা উপকরণ ও আনুষঙ্গিক জিনিসপত্র
সরবরাহ করে থাকে। একই প্রকাশনা থেকে বারাক ওবামাও একটি আত্মজীবনীমূলক বই
লিখছেন। এ বছরেই বইটি প্রকাশ হওয়ার কথা।
No comments