আড়াই তলা বাড়িটি ফ্রি, তবে...
যুক্তরাষ্ট্রের
আইওয়ায় চার শয়নকক্ষের একটি খামারবাড়ি বিনা মূল্যে বিক্রির জন্য অনলাইনে
বিজ্ঞাপন দেয়া হয়েছে। তবে যিনি বাড়িটির মালিক হবেন তাকে বর্তমানের অবস্থান
থেকে বাড়িটিকে অবশ্যই সরিয়ে নিতে হবে। বাড়ির মালিক রজার এবং লিন্ডা ডোলেচেক
দম্পতি বিজ্ঞাপনে লিখেছেন, রিগল্ড কাউন্টির বাড়িটি শেষ পর্যন্ত কেউ নিতে
আগ্রহী না হলে সেটিকে ভেঙে ফেলা হবে।
কিন্তু কেন তারা এ সিদ্ধান্ত নিলেন?
স্থানীয় পত্রিকা দ্য ডেস ময়েনস রেজিস্টার জানায়, ওই দম্পতির চার সন্তান এ
বাড়িতেই বড় হয়েছে। কিন্তু গত কয়েক বছর ধরে তারা বাড়িটিকে বিক্রি করার
চেষ্টা করেও ব্যর্থ হন। বিজ্ঞাপনে ওই দম্পতি লিখেছেন, এমন একটি পরিবার চাই
যারা আমাদের মতো উপভোগ করতে চান। আড়াই তলা বাড়িটির মেরামতে রজার দম্পতি খরচ
করেছেন দেড় লাখ ডলার। তা সত্ত্বেও বাড়িটির বর্তমান দামে ৫২ হাজার ৭০০ ডলার
বলে ধরা হয়েছে। রজার দম্পতি ১৯৮৪ সালে বাড়িটি কেনেন। সাত বছর আগে এখানে
একটি নতুন ভবন তৈরি করেন। সেটিই বিক্রি করতে চান। এপি।
No comments