গরু চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
ফরিদপুরে
গরু চোর সন্দেহে রাসেল শেখ (৪২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ
সময় একটি ট্রাক পুড়িয়ে দেয় স্থানীয় জনতা। রোববার ভোর ৪টার দিকে সদর
উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের সাদীপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাসেল শেখ একই
ইউনিয়নের বিলমামুদপুর গ্রামের ইউনুস শেখের ছেলে। গ্রামবাসী জানায়, চার থেকে
৫ জন একটি ট্রাকে করে সাদীপুর গ্রামে আসে। তারা আশপাশের বাড়িতে থাকা
গরুগুলোর দড়ি খুলতে শুরু করলে এলাকাবাসীরা টের পেয়ে তাদের ঘিরে ফেলে।
এক
পর্যায়ে জনতার হাতে ধরা পড়ে রাসেল শেখ। অন্যরা পালিয়ে যায়। এর এক পর্যায়ে
উত্তেজিত গ্রামবাসী চোরদের আনা ট্রাকটি পুড়িয়ে দেয়। আলিয়াবাদ ইউনিয়ন
পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওমর ফারুক ডাবলু যুগান্তরকে বলেন, গণপিটুনিতে
আহত রাসেলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর দায়িত্বরত চিকিৎসক
তাকে মৃত ঘোষণা করেন। ফরিদপুর কোতয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম
জানান, লাশটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে
পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। স্থানীয়রা ট্রাকটি
পুড়িয়ে দেন পরে খবর পেয়ে ফরিদপুর শহর থেকে ফায়ার সার্ভিসের একটি দল
ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক
(এসআই) নজরুল ইসলাম জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য
হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বল জানান
এসআই।
No comments