বিজয় দিবসে সাতকানিয়া থানা পুলিশের বিভিন্ন কর্মসূচী পালন
সাতকানিয়া থানা পুলিশ কর্তৃক মহান বিজয় দিবস ২০১৭ প্রভাতে সাতকানিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদ’দের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ’দের অাত্নত্যাগের স্মৃতিগাথা পটভূমিকে স্মরণ করে ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হোসেনসহ থানার অফিসারগণ সাতকানিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদ’দের আত্নার প্রতি অঘাত সম্মান ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মজিবুর রহমান, এসআই মো. সিরাজুল ইসলাম, এসআই দীপন চন্দ্র সরকার, এসআই প্রিয়লাল ঘোষ, এসআই রেখা প্রভা দে, এএসআই মো. ইসমাইল।
No comments