এবার ট্রাক ও মোটরসাইকেল চালাতে অনুমতি সৌদি নারীদের
সৌদি আরবের নারীরা ট্রাক ও মোটরসাইকেল চালানোর অনুমতি পেয়েছেন। শুক্রবার দেশটির ট্রাফিক বিভাগ এ অনুমতি দিয়েছে বলে দেশটির সরকারি গণমাধ্যমে বলা হয়েছে। আগামী বছরের জুন থেকে এ নিয়ম কার্যকর হবে। খবর আরব নিউজের।
সৌদি জেনারেল ডিপার্টমেন্ট অব ট্রাফিক (জিডিটি) বলেছে, যথাযথ শর্ত পূরণ করে নারীরাও ট্রাক ও মোটরসাইকেল চালাতে পারবেন। নারীদের জন্য বিশেষ নম্বর ও নম্বর প্লেটও দরকার হবে না বলে জানিয়েছে রাষ্ট্রীয় ওই প্রতিষ্ঠানটি।
তারা বলছে, গাড়ি চালানোর ক্ষেত্রে নারী ও পুরুষকে ‘সমান’ বিবেচনা করা হবে। অর্থাৎ তাদের জন্য প্রচলিত নিয়মই কার্যকর হবে।
তবে কোনো নারী যদি অ্যাকসিডেন্ট করেন বা ট্রাফিক আইন ভঙ্গ করেন তাহলে বিশেষ সেন্টারে পাঠানো হবে তাদের। ওই সেন্টারটি নারীদের দ্বারাই পরিচালিত হবে।
এদিকে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দেশটির নারীরা।
এর আগে গেলো ২৬ সেপ্টেম্বর সৌদি বাদশাহ নারীদের গাড়ি চালানোর অনুমতি দিয়ে একটি ডিক্রি জারি করেন। তবে ওই ঘোষণা অনুযায়ী নারীদের গাড়ি চালানোর ক্ষেত্রে বিশেষ নম্বর ও নম্বর প্লেট ব্যবহারের কথা বলা হয়। কিন্তু সর্বশেষ ঘোষণায় সে অবস্থান থেকে সরে আসলো রিয়াদ।
উল্লেখ্য, সৌদি আরবই বিশ্বের একমাত্র দেশ যেখানে এতদিন নারীদের গাড়ি চালানোর অনুমতি ছিল না।
No comments