মাথাব্যথা ও সাইনোসাইটিস
মাথাব্যথার
অন্যতম কারণ সাইনোসাইটিস। এছাড়া মাইগ্রেন, দুশ্চিন্তা ও চোখের কারণেও
মাথাব্যথা হতে পারে। সাইনোসাইটিসে নাক বন্ধ, সর্দি, জ্বর জ্বর ভাব থাকে।
সাইনাস কি?: নাক ও চোখের চারপাশে হাড়ের ভেতরে কিছু বায়ুকোষ বা কুটুরিকে
সাইনাস বলে।
উপসর্গ: এ রোগীদের মাথাব্যথার সঙ্গে নাকে গন্ধ না পাওয়া,
শারীরিক দুর্বলতা, নাক ডাকা, ঘুমের মধ্যে শ্বাসকষ্ট ও দম বন্ধ হয়ে আসা
লক্ষণ থাকে।
কারণ: ভাইরাস ও অ্যালার্জি এর প্রধান কারণ। এছাড়া নাকের হাড়
বাঁকা, নাকে পলিপ ও টিউমার অন্যতম। মফা ও সিফিলিস থেকেও এ সমস্যা হতে পারে।
চিকিৎসা: নাকের ঝিলি্লর প্রদাহ কমানোর জন্য টপিক্যাল নেস্যাল স্টেরয়েড
ব্যবহার করা যায়। খুব স্বল্প সময়ের জন্য নাকের ড্রপ বা ডিকনজেস্টেন্ট
ব্যবহার করা ভালো। নাসারন্ধ্র পরিষ্কার রাখার ওষুধ সিউডোইফিড্রিন দেয়া
হয়। এন্টিবায়োটিক ও এন্টিহিস্টামিন রোগভেদে দেয়া যায়।
সার্জিক্যাল
চিকিৎসা: ওষুধের দ্বারা সম্পূর্ণ নিরাময় না হলে বা আশানুরূপ উন্নতি না হলে
কিংবা ঘন ঘন ওষুধের প্রয়োজন হলে বা এ এলাকায় কাঠামোগত কোনো ক্রটি থাকলে
অপারেশনের প্রয়োজন হয়। এন্ডোসকপি সাইনাস সার্জারি, নাকের কটারি, এসএমডি,
টারবিনেকটসি বা সেপ্টোপ্লাস্টি ধরনের অপারেশন করা হয়।
অধ্যাপক ডা. জাহীর আল-আমিন, নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন
ইমপালস হাসপাতাল, তেজগঁাও ঢাকা। মোবাইল- ০১৭১৫০১৬৭২৭
ইমপালস হাসপাতাল, তেজগঁাও ঢাকা। মোবাইল- ০১৭১৫০১৬৭২৭
No comments