চট্টগ্রামে ফিরলেন মহিউদ্দিন চৌধুরী
চিকিৎসা শেষে এক মাস পর চট্টগ্রামের নিজ বাড়িতে ফিরেছেন নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
মঙ্গলবার বেলা ১টায় তিনি নগরীর ষোলশহর চশমা হিলের মেয়র গলির বাড়িতে পৌঁছান। এসময় প্রিয় নেতাকে দেখার জন্য বাড়ির সামনে হাজারখানেক নেতাকর্মী জড়ো হন।
মহিউদ্দিনের সঙ্গে ছিলেন তার বড় ছেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল।
এর আগে সকালে সড়ক পথে ঢাকা থেকে নিজের মালিকানাধীন বিজয় টেলিভিশনের একটি গাড়িতে করে চট্টগ্রামের পথে রওনা হন মহিউদ্দিন।
মহিউদ্দিন চৌধুরীর ব্যক্তিগত সহকারী মো. ওসমান বলেন, “বেলা ১টার দিকে বাসায় ফিরে বিশ্রামে রয়েছেন তিনি।”
নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বলেন, গাড়ি থেকে নামার পর নেতাকর্মীদের দেখে মৃদু হাসলেও কারো সাথে কথা বলেননি চট্টগ্রামের সাবেক মেয়র।
চট্টগ্রাম সিটি করপোরেশনের তিনবারের নির্বাচিত সাবেক মেয়র ৭৪ বছর বয়সী মহিউদ্দিন চৌধুরী হৃদযন্ত্র ও কিডনির রোগে ভুগছেন।
গত ১১ নভেম্বর রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে নগরীর বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন দুপুরে হেলিকপ্টারে করে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এরপর চিকিৎসকদের পরামর্শে ১৬ নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে মহিউদ্দিনকে নেওয়া হয় সিঙ্গাপুরে। সেখানে অস্ত্রোপচার শেষে ফেরার পর তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন।
ঢাকায় থাকার সময় একাধিকবার পরিবারের লোকজন ও রাজনৈতিক শিষ্যদের কাছে চট্টগ্রামে ফেরার আকুতির কথা জানান মহিউদ্দিন।
প্রায় এক মাস পরে মহিউদ্দিন চট্টগ্রামে ফিরলেও ভিড় এড়াতে গণমাধ্যমকর্মীদের এ বিষয়ে আগে থেকে কিছু জানানো হয়নি।
মঙ্গলবার বেলা ১টায় তিনি নগরীর ষোলশহর চশমা হিলের মেয়র গলির বাড়িতে পৌঁছান। এসময় প্রিয় নেতাকে দেখার জন্য বাড়ির সামনে হাজারখানেক নেতাকর্মী জড়ো হন।
মহিউদ্দিনের সঙ্গে ছিলেন তার বড় ছেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল।
এর আগে সকালে সড়ক পথে ঢাকা থেকে নিজের মালিকানাধীন বিজয় টেলিভিশনের একটি গাড়িতে করে চট্টগ্রামের পথে রওনা হন মহিউদ্দিন।
মহিউদ্দিন চৌধুরীর ব্যক্তিগত সহকারী মো. ওসমান বলেন, “বেলা ১টার দিকে বাসায় ফিরে বিশ্রামে রয়েছেন তিনি।”
নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বলেন, গাড়ি থেকে নামার পর নেতাকর্মীদের দেখে মৃদু হাসলেও কারো সাথে কথা বলেননি চট্টগ্রামের সাবেক মেয়র।
চট্টগ্রাম সিটি করপোরেশনের তিনবারের নির্বাচিত সাবেক মেয়র ৭৪ বছর বয়সী মহিউদ্দিন চৌধুরী হৃদযন্ত্র ও কিডনির রোগে ভুগছেন।
গত ১১ নভেম্বর রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে নগরীর বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন দুপুরে হেলিকপ্টারে করে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এরপর চিকিৎসকদের পরামর্শে ১৬ নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে মহিউদ্দিনকে নেওয়া হয় সিঙ্গাপুরে। সেখানে অস্ত্রোপচার শেষে ফেরার পর তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন।
ঢাকায় থাকার সময় একাধিকবার পরিবারের লোকজন ও রাজনৈতিক শিষ্যদের কাছে চট্টগ্রামে ফেরার আকুতির কথা জানান মহিউদ্দিন।
প্রায় এক মাস পরে মহিউদ্দিন চট্টগ্রামে ফিরলেও ভিড় এড়াতে গণমাধ্যমকর্মীদের এ বিষয়ে আগে থেকে কিছু জানানো হয়নি।
No comments