এক দেশে ৬০ কোটি সিসিটিভি ক্যামেরা!
বিশ্বের
বৃহত্তম জনসংখ্যার দেশ চীনে স্থাপন করা হচ্ছে প্রায় ৬০ কোটি সিসিটিভি
ক্যামেরা। দেশটির জনসংখ্যা এখন প্রায় ১৪০ কোটি। অর্থাৎ দেশটির প্রায় প্রতি
আড়াই জনের বিপরীতে একটি করে সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে। নিরাপত্তা
কিংবা নজরদারি- যেভাবেই বলা হোক না কেন আধুনিক বিশ্বের অন্যতম অনুষঙ্গ
সিসিটিভি ক্যামেরা। চীন তাই পরিকল্পনা নিয়েছে পুরো দেশকেই ক্যামেরার আওতায়
নিয়ে আসার। গড়ে তোলা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ‘ক্যামেরা নজরদারি
নেটওয়ার্ক’। বিবিসি জানায়, পুরো দেশে এরই মধ্যে স্থাপন করা হয়েছে প্রায়
সতেরো কোটি ক্যামেরা। আর পরবর্তী তিন বছরে স্থাপনের পরিকল্পনা রয়েছে আরও
প্রায় ৪০ কোটি সিসিটিভি ক্যামেরা।
No comments